মো: জুন্নুন রহমান : কৃষকের মুখের হাসি লালতীর বীজ হলে থাকে বারোমাসি ।
ফসল : বেগুন জাত : পার্থিব (হাইব্রিড) লালতীর সীড লি : সফল কৃষক : মো : শফিউদ্দিন ।
গ্রাম: চুনার চর , কেরানীগঞ্জ, জমির পরিমাণঃ ৩১ শতাংশ। তার গাছের বয়স =৯০ দিন ।
এখন পর্যন্ত সে খরচ করেছেন মোট ৩৫,০০০ টাকা
শফিউদ্দিন ইতিমধ্যে বিক্রি করেছেন ১২০,০০০ টাকা , এবং তিনি আশা করছেন যে এখান থেকে আরো ২০০,০০০ টাকার ও বেশি বিক্রি করতে পারবেন।
হাইব্রিড বেগুন পার্থিব এর বৈশিষ্ট্য :
উজ্জ্বল সবুজ এর মধ্যে হালকা সাদা দাগ বিশিষ্ট, গাছপ্রতি ফলের সংখ্যা : ৪০ থেকে ৪২ কেজি পর্যন্ত পাওয়া যায়, ফল সংগ্রহ ৬০ থেকে ৬৫ দিনে । একর প্রতি ফলন ২৫ থেকে ৩০ টন ।
এটির প্রধান বৈশিষ্ট্য হলো এটির ডোগা ও ফল ছিদ্রকারী পোকা এবং ব্যাক্টেরিয়াল উইল্ট সহনশীল।
আমাদের শফিউদ্দিন ভাই এর মতো দেশের সকল কৃষক ভাইদের মুখে হাসি ফুটুক বারোমাস এই কামনায় লাল তীর সীড লিমিটেড এর
লালতীর সীড লিঃ ঢাকা ।
Leave a Reply