রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

গভীর রাতেও করোনা আক্রান্তদের পাশে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা

  • আপডেট সময় শনিবার, ৯ মে, ২০২০, ৫.২৯ পিএম
  • ১৫২ বার পড়া হয়েছে

এরই ধারাবাহিকতায় ৮ মে, ২০২০ রাত দশটায় করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান এডিসি(কোয়ার্টার মাস্টার) সৈয়দ রফিকুল ইসলাম ও এডিসি(পরিবহন) মো: শাহেন শাহ।

 

তাঁরা করোনা আক্রান্ত পুলিশ সদস্যকে সরেজমিনে পরিদর্শন করেন, তাঁদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং আক্রান্তদের চিকিৎসা সেবাসহ নানাবিধ সুবিধা-সুবিধার বিষয়ে খোঁজ নেন। তাদের বর্তমান শারিরীক ও মানসিক অবস্থা, চিকিৎসা ব্যবস্থা এবং আরো কোন সহযোগিতার প্রয়োজন আছে কি-না সে সম্পর্কে বিস্তারিত আলাপ করেন।

ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পেয়ে আক্রান্ত পুলিশ সদস্যরা মানসিকভাবে শক্তিশালী হচ্ছেন।

 

পরিদর্শণ দলের কর্মকর্তারা বলছেন, আলহামদুলিল্লাহ্, আমাদের বেশিরভাগ সদস্যই ভাল আছেন এবং ক্রিটিক্যাল কয়েকজনও দ্রুত সুস্থতার দিকে যাচ্ছেন।

আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা প্রদান করে যাচ্ছেন কমিটিতে থাকা কর্মকর্তাগণ।

করোনা সংকট মোকাবেলায় দায়িত্বপালন করতে গিয়ে ইতোমধ্যে প্রায় দেড় হাজার পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। যাঁদের অধিকাংশই ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com