আসাদুজ্জামান মাসুদঃ মঙ্গলবার থেকে রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লায় নিত্যপণ্যের দোকান খোলা রাখার সময় বাড়িয়েছে ঢাকা মহানগর পুলিশ। মঙ্গলবার থেকে সকাল ছয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত নিত্যপণ্য মালামালের দোকান খোলা রাখা যাবে। এছাড়াও পবিত্র মাহে রমজান উপলক্ষে মঙ্গলবার থেকে বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় ইফতার বিক্রি করা যাবে। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার মাসুদুর রহমান জানান আগে নিত্য প্রয়োজনীয় মালামালের দোকান দুপুর দুইটা পর্যন্ত খোলা রাখার সময় বেঁধে দেওয়া হয়েছিল। বর্তমানে পবিত্র মাহে রমজান উপলক্ষে মানুষের কেনাকাটার সুবিধার্তে মঙ্গলবার থেকে দুই ঘন্টা সময় বাড়ানো হলো।
Leave a Reply