নিজস্ব প্রতিবেদকঃ-চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন ৪০ নং ওয়ার্ড লিংরোড সুইজ গেইট এলাকায় ইপিজেড বাইক রাইডার্স ERC এর প্রথমবারে মতো ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ মার্চ শুক্রবার সন্ধ্যায় এঅনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান উপস্থিত ছিলেন,রবিউল ইসলাম বাবু সভাপতি,মিলন সরকার
সাধারণ সম্পাদক,হাসান,সিনিয়র সভাপতি।মিজান,সিনিয়র সভাপতি।মোঃ রুবেল খান
সাংগঠনিক সম্পাদক,জয়নাল আবেদীন
অর্থ সম্পাদক,মোঃ জুবায়ের প্রচার সম্পাদক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম মহানগর বিআরডিসির সম্মিলিত রাইডার্স’র সভাপতি আলহাজ্ব মাহমুদ হক চৌধুরী। চট্টগ্রাম মহানগর সি আর ডিসি সম্মিলিত রাইডার্সের সভাপতি মাহমুদ চৌধুরী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন,বঙ্গবন্ধু রাইডার্স পতেঙ্গা রাইডার্স রিপোর্ট রাইডার্স এফ আর সি সিএমবি রাইডার্স রাইডার্স ERC প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শ্রী তপন সিকদার,শেখ আহমেদ সাকিল অর্থ সম্পাদক জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটি,ও সকল সদস্যবৃন্দরা।
Leave a Reply