বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি দু’টি ঘাঁটি নিজদের দখলে নেয়ার দাবি

  • আপডেট সময় বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪, ৭.০৪ পিএম
  • ৭১ বার পড়া হয়েছে

মিয়ানমারের রাখাইন রাজ্যের ম্রাউক ইউ ও কিয়াউকতাও শহরে জান্তা বাহিনীর আরও দু’টি ঘাঁটি নিজদের দখলে নেয়ার দাবি করেছে আরাকান আর্মি (এএ)।

মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইরাবতী মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

আরাকান আর্মি জানিয়েছে, টানা কয়েক দিন লড়াইয়ের পর সোমবার সকালে জান্তা বাহিনীর একটি ব্যাটালিয়নের ‘লাইট ইনফ্যানট্রি ব্যাটালিয়ন-এলআইবি ৩৭৮ সদর দপ্তর’ দখল করা হয়েছে। এর আগ মঙ্গলবার এলআইবি ৫৪০ ঘাঁটি দখল করে জান্তাবিরোধী এ বিদ্রোহী গোষ্ঠীটি।

এদিকে রোহিঙ্গা অধ্যুষিত মংডু শহরের বাংলাদেশ সীমান্ত লাগোয়া টাং পিয়োর কৌশলগত সীমান্ত ফাঁড়িতেও হামলা চালিয়ে তা দখল করে নিয়েছে এএ।   সংবাদমাধ্যমটি বলছে, এসময় দুইশ’ জনেরও বেশি জান্তা সেনা বাংলাদেশে পালিয়ে গেছে। মঙ্গলবারও উত্তর রাখাইন রাজ্যের ম্রাউক ইউ, কিউকতাও, মিনবিয়া, রামরি, অ্যান এবং মাইবোন শহরে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে।

একই দিনে কাচিন রাজ্যের হপাকান্ত ও মানসি শহরে সামরিক বাহিনীর দু’টি চৌকির নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) ও কাচিন ইনডিপেনডেন্স আর্মি (কেআইএ)। তবে চৌকি দু’টি দখলের সময় কতজন যোদ্ধা নিহত হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

গোষ্ঠীটির কয়েকটি সূত্র ও স্থানীয়রা জানিয়েছেন, চৌকি নিয়ন্ত্রণের লড়াইয়ে জান্তা বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে ২০২০ সালের ৮ নভেম্বর দেশটির পার্লামেন্টারি নির্বাচনে অং সান সুচির ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ৪১২ আসনের মধ্যে ৩৪৬টিতে জয় পায়। কিন্তু অধিবেশন শুরুর প্রাক্কালে তাকে ক্ষমতাচ্যুত করে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করেছে সেনাবাহিনী।

এরপর ২০২১ সালের পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারের জান্তা বাহিনী ক্ষমতা দখল করে। এরপর থেকে তাদের নিপীড়ন-নির্যাতন ও হামলায় অন্তত সাড়ে চার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বন্দী করা হয়েছে ২৫ হাজার মানুষকে। জান্তা বাহিনীর নৃশংস হামলায় মিয়ানমার জুড়ে অন্তত ৭৮ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে। এমন পরিস্থিতিতে আরাকান আর্মিসহ দেশটির একাধিক গণতন্ত্রপন্থি সংগঠন জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com