মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধিঃ-শাহেনশাহে তরিকত হযরত মাওলানা শাহসুফী খাজা বাবা ফরিদপুরি নকশাবন্দী মুজাদ্দেদীর উরস ১৭,১৮,১৯,২০ ফেব্রুয়ারি ২০২৪ এর দাওয়াতী প্রোগ্রাম উপলক্ষে ও চট্টগ্রামে সাংগঠনিক বিভাগীয় কর্মী গ্রুপের সহকারী কর্মী প্রধান ইদ্রিস মুন্সির পিতা মাতার ইছালে সওয়াবের উদ্দেশ্য চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা ৩৯ নং ওয়ার্ড বন্দরটিলা কাঁচা বাজারের পিছনে এলাকার স্থানীয় একটি মাদ্রাসায় মিলাদ মাহফিল এতিম ছাত্রছাত্রী ও তোরোশো মানুষের মাঝে খাবার বিতরণ করেছে ইদ্রিস মুন্সির পরিবার।
এ উপলক্ষে গত মঙ্গলবার রাতে আয়োজিত ইসলমী জলসা মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম মুফতি মাওলানা বিল্লাল হোসেন আনসারী,বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম মাওলানা মোঃ রাজু ও মাওলানা আল-আমিন সহ অত্র এলাকার সমাজ সেবক মোঃ আজম মোঃ বারের মোঃ মনিরুজ্জামান মোঃ ডালিম প্রমুখ,। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগ ও মহানগর কর্মী গ্রুপ এবং যুবগ্রুপের নেতৃবৃন্দ। এর আগে সকালে খতমে সফিনা, খতমে গাউসিয়া ফায়েজ জিকির ও সর্বশেষ রাতে মিলাদ কিয়াম ও প্রধান মেহমানের আখেরী মুনাজাতের মাধ্যমে দিনব্যাপী এই আয়োজনের শেষ হয়েছে।
Leave a Reply