নিজস্ব প্রতিবেদকঃ-বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ফুটবল প্রশিক্ষণ অনুর্ধ-১৫) ২০২৩ এবং ২০২৪ এর রেজিস্ট্রেশন ফরম যাচাই বাছাই ও জার্সি উম্মোচন করেন জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ (কাজল)
১১ জানুয়ারি বৃহস্পতিবার সকালে শারীরিক শিক্ষা কলেজ হল রুমে এজার্সি উম্মোচন ও যাচাই বাছাই এর অনুষ্ঠান সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন,এস এম গিয়াস উদ্দিন বাবর, অধ্যক্ষ, সরকারি শারীরিক শিক্ষা কলেজ, চট্টগ্রাম।
হারুন অর রশিদ (কাজল) জেলা ক্রীড়া অফিসার। মোহাম্মদ সাইফুল্লাহ মনির,প্রবসক শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রাম।
মোহাম্মদ রহিমউল্লাহ আম্পিয়ার সিজেকে এস চট্টগ্রাম,এম এ রহিম সহ অভিভাবক ও ফুটবল খেলোয়াড়গন।
জার্সি উম্মোচন ও যাচাই বাছাই অনুষ্ঠানে জেলা অফিসার হারুন অর রশিদ (কাজল) বলেন.দেশের ফুটবল তৈরিতে জেলা ক্রীড়া জেলা ক্রীড়া ব্যাপক ভূমিকা রেখেছে,খেলোয়াড়দের সকল সুযোগ সুবিধা জেলা ক্রীড়ার পক্ষ থেকে দিয়ে আসছে, এবং ভবিষ্যতেও দেয়া হবে,জেলা ক্রীড়ার ফুটবল টিম একজন খেলোয়াড় হিসেবে জাতীয় পর্যায়ে খেলবে শতভাগ আশাবাদী।
Leave a Reply