থার্টিফার্স্ট এবং নতুন বছরের শুরুর দিন মানুষ উৎসব করে বলে চলমান গণসংযোগ কর্মসূচি আরও দুইদিন বাড়িয়েছে নির্বাচন বর্জনের আন্দোলনে থাকা বিএনপি।
রোববার ও সোমবার দলটির গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত রাখবে বলে ঘোষণা দিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী এ ঘোষণা দেন।
তিনি বলেন, ‘অবৈধ আওয়ামী সরকারের’ পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে, ‘একতরফা’ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি চলছে।
তিনি বলেন, আপনারা জানেন, আগামীকাল বছরের শেষ দিন এবং পরের দিন নতুন বছরের প্রথম দিন। সাধারণত অনেকেই এই দুটি দিনে নানাভাবে উৎসব করেন, উপভোগ করার চেষ্টা করেন।
রিজভী বলেন, বাংলাদেশের যেহেতু পরিস্থিতি ভিন্ন রকম, এখানে মানুষের মনে আনন্দ নেই, দেশ আতঙ্কের মধ্যে, তারপরেও বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষের কথা ভেবে আগামীকাল ৩১ ডিসেম্বর রোববার এবং পরশুদিন ২০২৪ সালের পহেলা জানুয়ারি সোমবার-এই দুই দিন আবারো গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে বিএনপিসহ সমস্ত সমমনা জোট ও দলগুলো।
গত ২৬ ডিসেম্বর থেকে সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছে বিএনপি। শনিবার ছিলো কর্মসূচির শেষ দিন।
গত ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষে মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর থেকে চার দফায় পাঁচ দিন হরতাল এবং ১২ দফায় ২৩ দিন অবরোধ করেছে বিএনপি। এর মধ্যে ভোট বর্জনে অসহযোগের ডাক দিয়ে তৃতীয় দফায় গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি দিলো দলটি।
রিজভী বলেন, সরকারের পদত্যাগের একদফার আন্দোলন এখন ত্বরান্বিত হচ্ছে। প্রতিটি জনগণ আমাদের কর্মসূচিতে সমর্থন দিচ্ছে। হাটে-মাঠে, খেতে-খামারে বাজারে-শপিংমলে জনগণকে আমরা লিফলেট দিয়েছি।
রিজভীর দাবি, মানুষ তাদের কথা শুনেছে এবং সমর্থন দিচ্ছে। তিনি বলেন, কিন্তু অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি এবং গণতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্ত করতে সরকার ২০১৩, ১৪, ১৫ সালে যেভাবে ষড়যন্ত্র করেছে, সেটি আবারও করছে।
রিজভী বলেন, পুলিশ হয়রানি করছে, গ্রেপ্তার ও মামলা দিচ্ছে। ক্ষমতা হারানোর ভয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে আওয়ামী লীগ ভয় পাচ্ছে। নির্বাচন সামনে রেখে নীলনকশার বাস্তবায়ন করা হচ্ছে। দেশকে নিয়ে গভীর ও ভয়ানক চক্রান্ত চলছে। দেশের শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে।
সারাদেশের বিভিন্ন স্থানে ভোট বর্জনে লিফলেট বিতরণকালে নেতাকর্মীদের গ্রেপ্তার ও মিথ্যা মামলায় হয়রানির নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, ২৪ ঘণ্টায় ১৫০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার, ছয়টি মামলায় ৪২৯ জনের বেশি আসামি করা হয়েছে।
৩০ ডিসেম্বর ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে বিরোধী দলগুলো। দিনটি উপলক্ষ্যে প্রতীকী কফিন নিয়ে, বিজয়নগরে মিছিল করে গণ অধিকার পরিষদ। মিছিল শুরুর সময় থেকে পুলিশি বাধার মুখে প্রায় পণ্ড হয়ে যায় প্রতিবাদী মিছিল কর্মসুচি । বাধা পেরিয়ে খানিকটা সামনের এগিয়ে, এই বাধার বিরুদ্ধে পাল্টা জাবাব দেওয়ার হুশিয়ারি দেন গল অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুর ।
গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের লাল কার্ড হাতে এই মিছিলের মূল দাবি সরকার পতন এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ।
এদিকে বিএনপির সাথে যুগপৎ আন্দোলরনত জোট এবং দলের পক্ষ থেকে ৭ জানুয়ারি ভোটারদের নির্বাচন বর্জন করে প্রতিবাদ জানানো্র জন্য আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য, লেবার পার্টি, এলডিপি, ১২ দলীয় জোটসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ।
এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে ভোট প্রত্যাখান করে গণসংযোগ করে বিএনপি নেতা জয়নুল আবদীন ফারুক । মালিবাগে একই ধরনের কর্মসূচিতে অংশ নেন বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী ।
Leave a Reply