রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:২৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বিনামূল্যে সার বীর বিতরণ

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ২.৪২ পিএম
  • ৭৪ বার পড়া হয়েছে

 

গীতি গমন চন্দ্র রায় গীতি,
স্টাফ রিপোর্টারঃ-
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে উপজেলা কৃষি অফিসের অধীনে সরকারের টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্য বোরো ও উফসি ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের প্রণোদনা প্রদানের শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়।

জানাযায়, রানীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্যোগে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে ৪ ডিসেম্বর২০২৩ সোমবার সকালে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম,যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন,বিভিন্ন উপ-সহকারি কৃষি অফিসার ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম। স্বাগত বক্তব্যে কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম কৃষকের নানা দিক নির্দেশনামূলক কথা বলেন।তিনি জানান এ কর্মসূচির আওতায় ৪৬০০ কৃষককে বিনামূল্যে হাইব্রীড ও উফসি ধানের বীজ ও সার দেয়া হবে বলে জানা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com