গতবারের বিশ্বকাপ ফাইনালে (২০১৯) দেখা যায় অদ্ভুত নিয়ম। ৫০ ওভারের ম্যাচ এবং সুপার ওভার উভয় ক্ষেত্রেই দু’দলের স্কোর সমান হয়ে যাওয়ায় যে দল বেশি বাউন্ডারি মেরেছিল, তাদের জিতিয়ে দেওয়া হয়। সেই নিয়ম কাজে লাগিয়েই নিউজিল্যান্ডকে হারিয়ে ট্রফি জিতেছিল ইংল্যান্ড। কিন্তু এ বারের বিশ্বকাপে সেই বিতর্কিত নিয়ম আর দেখা যাবে না।
গত বিশ্বকাপের ওই ফলাফলের পরেই আইসিসি প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছিল। ইংল্যান্ড ‘চুরি’ করে বিশ্বকাপ জিতেছে এমন অভিযোগ ও উঠেছিল। দু’দলের লড়াই না দেখে কেন বেশি বাউন্ডারি মারার বিচারে একটা দলকে জিতিয়ে দেওয়া হবে, সেই প্রশ্ন উঠেছিল। তীব্র চাপের মুখে পড়ে ২০১৯-এরই অক্টোবর মাসে আইসিসি নিয়ম তুলে দেওয়ার কথা জানিয়েছিল।সে ক্ষেত্রে যদি এ বারও কোনও ম্যাচে দু’দলের ৫০ ওভার এবং সুপার ওভারের স্কোর সমান হয় তা হলে কী করা হবে ?
আইসিসি জানিয়েছে, সে ক্ষেত্রে আরও একটি সুপার ওভার খেলা হবে। যতক্ষণ না ম্যাচের ফলাফল পাওয়া যাচ্ছে, তত ক্ষণ সুপার ওভার চলতেই থাকবে।
Leave a Reply