আল সামাদ রুবেলঃ-সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী রাহিদা লগ্না গানটিকন্ঠ দিয়েছেন তিনি। লিখেছেন ও সুর করেছেন রাহিদা লগ্না।
সংগীত আয়োজন করছেন মীর মাসুম।
ভিডিও নির্দেশনা দিয়েছেন রাহুল বাপ্পি।ঢাকার বিভিন্ন লোকেশনে গানটির স্যুটিং করা হয়েছে। গানটিতে রাহিদা লগ্নার সাথে মডেলিং এ অংশ নিয়েছেন রায়হান শেখ।গানটি রাহিদা লগ্নার ফেসবুক পেজ লগ্না এবং ইউটিউব চ্যানেল রাহিদা লগ্না থেকে প্রকাশ পেয়েছ।
লগ্না বলেন এখন তো সময় বদলে গেছে, সবাই চায় নিজের পেজ বা ইউটিউব থেকে গান প্রকাশ করতে আমিও বতিক্রম নই। ছোটবেলা থেকেই আব্বা রাফেউল ইসলাম এবং মা আনোয়ারা খাতুনের ইচ্ছায় গান শিখেছি।সব ধরনের গান গাইতে পারি। লোকগান গাইতে ভীষণ ভালো লাগে আর মৌলিক গানের মাঝে নিজেকে খুঁজে পাই।
Leave a Reply