আল সামাদ রুবেলঃ-সময়ের জনপ্রিয় তরুণ কণ্ঠশিল্পী পারভীন লিসা। গাইলেন তার দ্বিতীয় মৌলিক গান ‘প্রেম সাধনায়’। গানটির কথা ও সুর করেছেন পলাশ লোহ এবং মিউজিক করেছেন বেলাল হোসেন চঞ্চল। এরই মধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
‘প্রেম সাধনায়’ সম্পর্কে লিসা বললেন, ‘প্রেম সাধনায়’ মূলত একটি প্রেমের ফোক গান। বন্ধুর আসায় বসে আছে তার ভালোবাসার মানুষ। একদিন বন্ধু তার ভালোবাসার মানুষের কাছে ধরা দিবে সেই আশায় মনের সকল না বলা কথা বিভিন্ন উপমা দিয়ে একজন মানুষ যখন গানের মাধ্যমে তা জানান দেয় তখন সবাই তা জানতে পারে। মূলত এই গল্প নিয়ে গানটির গীতিকার পলাশ লোহ গানটি লিখেছেন।
সবকিছু ঠিক থাকলে দ্রুতই পারভীন লিসার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও আসছে। ঢাকার বাইরে দুইটি লোকেশনে গানটির শুটিং চলছে এমন টাই জানিয়েছেন গানটির শিল্পী পারভীন লিসা। গানটি তার ভক্তদের মন ছুঁয়ে যাবে এমনটাই প্রত্যাশা।
Leave a Reply