বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

  • আপডেট সময় বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৭.১০ পিএম
  • ১৫৩ বার পড়া হয়েছে

আগামী ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ভারতের মাটিতে চলবে বিশ্বকাপের যুদ্ধ। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্য়াচের পরেই দল ঘোষণা করেছে বাংলাদেশ। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে গত সোমবার রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চণ্ডীকা হাথুরুসিংহের  সঙ্গে বৈঠকে বসেন।

বাংলাদেশ বিশ্বকাপের নতুন জার্সিও উন্মোচন করেছে দল ঘোষণার দিনই। বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবালের নির্বাচন নিয়ে দুশ্চিন্তা ছিলই। কারণ অভিজ্ঞ বাঁ-হাতি ব্য়াটারকে ভাবাচ্ছিল তাঁর চোট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচের পরেই তামিমকে বিশ্রাম দেয় বোর্ড। কিন্তু এই চোটের কারণেই তামিমকে শেষপর্যন্ত বাদ দিয়েই দল বেছে নিয়েছে বাংলাদেশে।

অন্যদিকে দলে ফিরেছেন মাহমুদুল্লাহ। যিনি সম্প্রতি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার ও একদিনের আন্তর্জাতিক ফরম্যাটে ৫০০০ রান পূর্ণ করেছেন। বাংলাদেশ আগামী সাত অক্টোবর ধরমশালায় বিশ্বকাপের অভিযান শুরু করছে আফগানিস্তানের বিরুদ্ধে।

বাংলাদেশের ১৫ সদস্যের বিশ্বকাপের দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (সহ-অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান সাকিব, মেহদি হাসান মিরাজ, মাহমুদুল্লাহ রিয়াদ, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মেহদি হাসান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com