গাজীপুরের শ্রীপুরে চলন্ত বাস থেকে এক নারীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে তাকওয়া পরিবহনের একটি বাসের চালক ও সহকারীর বিরুদ্ধে। এ ঘটনার পর ওই এলাকায় কয়েকটি মিনিবাস ভাঙচুর করেছে স্থানীয়রা।
শুক্রবার রাতে শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজারের তাহের সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহত নারী চম্পা বেগম (৩২) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ নিজগাঁও গ্রামের আবুল কালামের স্ত্রী। তিনি স্বামীর সাথে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় একটি কারখানায় চাকরি করতেন।
স্বজনদের অভিযোগ, শুক্রবার বোনের বাড়িতে যাবার জন্য নয়নপুর থেকে বাসে ওঠেন চম্পা। এসময় বাসের সহকারীর সাথে তার বিতণ্ডা হয়। পরে চলন্ত বাস থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় সহকারী। গুরুতর অবস্থায় স্থানীয়রা চম্পাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাটির তদন্ত হচ্ছে। যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply