মল্লিক জামাল:-বাংলাদেশের চলমান সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুলবার (৬ সেপ্টেম্বর ২৩) সকাল ১১ টার দিকে ১৪ পুরানা পল্টন দারুস সালাম আর্কেডের লেভেল-৬, ভাসানী অনুসারী পরিষদ মিলনায়তনে ভাসানী ছাত্র পরিষদের আহবায়ক আহম্মেদ শাকিলের সভাপতিত্বে ও ভাসানী পরিষদের সদস্য সচিব মোঃ ফাইজুল্লাহ নোমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের প্রধান ও সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ দুলাল হোসেন সহ আরো অনেকে।
এসময়ে প্রধান অতিথি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, এই দেশের নাগরিকের কোন নিরাপত্তা নেই,আ.লীগ আমাদের কাছে রাজনৈতিক ভাবে ঘৃনিত। প্রধান বক্তা ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ঐক্যই শক্তি ঐক্যই মুক্তি এর কোন বিকল্প নাই। আমরা স্বাধীনতার ৫২ পেরিয়ে ৫৩ বছরে পড়েছি কিন্তু আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি নাই। সকল ছাত্র সংগঠনগুলো ঐক্য হয়ে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটাতে এগিয়ে আসুন। বিশেষ অতিধি, বিএনপির মিডিয়া সেলের প্রধান ও সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপন বলেন, সকল ছাত্র সংগঠনগুলো সমন্বয়ে ছাত্র বঞ্চ তৈরি করা দরকার। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশের জন্য সবচেয়ে সংকটময় মুহুর্ত চলছে এ নিয়ে বসে থাকলে সংকট আরও বাড়তে থাকবে, তাই এ বিষয়ে ছাত।
Leave a Reply