আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ বাংলাদেশের গর্ব মেকাআপ কুইন নাদিয়া এবং ভারতের মেকাআপ কিং জয় ঘোষ এর সাথে এক মঞ্চে ভারতের মাটিতে পুরস্কার পেলেন নাদিয়া। নাদিয়া আফরোজ ২০ বছর ধরে এ পেশায় আছেন। এরই মাঝে তিনি দুইটি পার্লার দিয়েছেন। এবং সেখানে অনেক মেয়েরা কাজ করছেন। বিয়ে, গায়ে হলুদ, বৌ ভাত, তাছাড়া মেকআপে অনেক কাজ করানো হয়। এবার কাজের স্বীকৃতি হিসেবে তিনি আইকনিক স্টার অ্যাওয়ার্ডস’ পেয়েছেন।”
‘আইকনিক স্টার অ্যাওয়ার্ড’ এই অ্যাওয়ার্ড আয়োজনটিতে পুরস্কার দেওয়া হয়েছে চলচ্চিত্র, টিভি, মিউজিক, ড্যান্স ও সমাজের আইকনিক কিছু ব্যক্তিকে। নাদিয়া আফরোজ ছাড়াও শোবিজের অনেকেই এই পুরস্কার পায়েছেন। এ ছাড়া তিনি সততা নারী উদ্যোক্তা একাডেমি পার্লার অ্যাসোসিয়েশন থেকে ১২০ জন ছাত্রীকে নিয়ে সফলভাবে হেয়ার স্টাইল এবং মেকওভারের উপরে ক্লাস নিয়েছেন।
নাদিয়া বলেন, অ্যাওয়ার্ড পেতে কারনা ভালো লাগে এবং কাজের স্বীকৃতি হিসেবে এটা আমাকে এগিয়ে নিয়ে যায়।
এই কাজের মাধ্যমে এগিয়ে যাচ্ছি আমি এবং আমার সাথে যারা কাজ করছে তারা সহ সবাই আমার জন্য দোয়া করবেন।
Leave a Reply