আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ মতিউর রহমান মতির পরিচালনা করেছেন নাটক “বাংলার মা জননী ‘’ দেশের গল্পে স্বাধীনতার নাটক নির্মানের স্বপ্ন লালন করেছিলেন দীর্ঘদিন ধরে , পরিচালক মতির এই স্বপ্নকে বাস্তবে রুপ দিতে প্রযোজনার হাত বাড়িয়ে দেন তরুন প্রযোজক পিন্স আওলাদ , তারই ফলশ্রুতিতে
নির্মিত হয়েছে “বাংলা মা জননী” ।এই নাটকে অভিনয় করেছেন,অভিনেতা জামাল পাটোয়ারী আরো অভিনয় করেছেন ছোট পর্দার হিরো সাইদুর রহমান সিমান্ত ,ইব্রাহিম বাবু , বৃষ্টি , ইসমাইল হোসেন , পিন্স আওলাদ, রবিন খান , রাব্বি , আকবর , রুবেল রাজ , রুবেল রানা , মুক্তা মনি , লাবন্য , মিলন সহ আরো অনেকে ।
গল্পে দেখা যাবে, মুক্তিযুদ্ধ ও বীরঙ্গনা মায়ের দেশ স্বাধীনতায় অবদান এর গল্পে নির্মিত নাটকের মাধ্যমে সুচনা হচ্ছে ফ্যামিলি সিরিজ চ্যানেলে এর । দেশ স্বাধীনতায় তরুন যোদ্দাদের অবদান এর কথা আমাদের সবার জানা – এবার সেই অবদান ও বীরঙ্গনা মায়ের সম্ভম ও নিজ সন্তান এর জীবন বিসর্জন এর বিনিময়ে অর্জিত স্বাধীনতার এক অন্যরকম লোমহর্ষক গল্পে। এই গল্পটি লিখেছেন রুবেল রানা ও মতিউর রহমান মতি যৌথভাবে ।
সকলের সার্বিক সহযোগীতায় এই নাটকটির সিনেমাটির দৃশ্য ধারন ও সম্পাদনা করেছেন রাজু আহম্মেদ ।
ফ্যামিলি সিরিজ এর সকলের প্রত্যশা কাজটিতে আপনার অন্যরকম দেশ প্রেমের ছোয়া পাবেন। এবং সকলের ভাল লাগবে । মুল নাকটি ১৫ আগষ্ট শোক দিবসে সন্ধা সাত টায় প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যামিলি সিরিজ এর পেজ ও চ্যানেলে প্রকাশ করা হবে
Leave a Reply