পাকিস্তানের দক্ষিণাঞ্চলে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ২৫ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
রোববার করাচি থেকে প্রায় ২৭৫ কিলোমিটার দূরে নবাবশাহের সাহারা রেলওয়ে স্টেশনের কাছে হাজারা এক্সপ্রেসের বেশ কয়েকটি বগি উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
বিবিসি জানিয়েছে, আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপ থেকে লোকজনকে উদ্ধারের চেষ্টা করছে। সাহায্যের জন্য সেনাবাহিনীর উদ্ধারকারী দলকে ডাকা হয়েছে।
এ দুর্ঘটনার পর সিন্ধুর নবাবশাহ ও পার্শ্ববর্তী জেলাগুলোর প্রধান হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দুর্ঘটনাস্থলে বেশকিছু লোককে দেখা গেছে। কিছু যাত্রীকে উল্টে যাওয়া কোচ থেকে বের হতে দেখা যায়।
রেল ও বিমান চলাচলের ফেডারেল মন্ত্রী খাজা সাদ রফিকের উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করার আগে কর্মকর্তারা প্রথমে উদ্ধার প্রচেষ্টার দিকে মনোনিবেশ করবেন।
Leave a Reply