বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার ডা. লিলি নিকোলস। এ সময় তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
আজ বিএনপির সঙ্গে এই সাক্ষাৎ করেন ডা. লিলি নিকোলস। কানাডার হাইকমিশনারের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, এ সময় তাঁরা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ওঅংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্বসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এ হাইকমিশনার নিকোলস বলেন, নির্বাচন হলো নাগরিকদের সরকার বেছে নেওয়ার একটি প্রক্রিয়া। এভাবে সরকার বেছে নেওয়ার ক্ষেত্রে কিছু বিষয় অবশ্যই থাকতে হবে।
আমরা আশা করি আসন্ন নির্বাচনে সবার মতামত, বিতর্ক এবং সংলাপের বিস্তৃত পরিসর অন্তর্ভুক্ত থাকবে। এভাবে বাংলাদেশের মানুষ তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।
Leave a Reply