খুলনা, বরিশালসহ সোমবার দেশে উৎসবমুখর পরিবেশ ও সবার প্রচেষ্টায় সুন্দর ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম।
তিনি বলেছেন, ভোটে কোন দল অংশ নেবে অথবা নেবে না সেটা আমাদের দায়িত্ব না। তারা মনোনয়ন পেয়েছেন, প্রতীক পেয়েছেন। যদি ভোটের দিন কেউ প্রত্যাহার করেন সেক্ষেত্রে সেটা তাদের ব্যাপার। কোনো প্রার্থী নির্বাচন নিয়ে কোনো অভিযোগ করেনি।
মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
হাতপাখার প্রার্থীতা প্রত্যাহার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রার্থীতা প্রত্যাহার বিষয়টি রাজনৈতিক দলের একান্ত সিদ্ধান্ত। এ নিয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই। এছাড়া কাউন্সিলর পদে অনেক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাই নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে বলেও মনে করেন তিনি।
এসময় জাতীয় পরিচয়পত্রের বিষয়ে তিনি বলেন, এনআইডি কার্ডের বিষয়ে রাষ্ট্র ইসিকে দায়িত্ব দিয়েছিল। এখন রাষ্ট্র অন্য কোনো দপ্তর বা মন্ত্রণালয়কে সেই দায়িত্ব দিচ্ছে। সেখানে আমাদের কিছু বলার নেই। রাষ্ট্র যে দায়িত্ব দেবে আমরা তা পালন করবো।
Leave a Reply