ঢাকায় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ঢাকা ইলেক্ট্রিক কোম্পানি লিমিটেডের (ডেসকো) অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। ডেসকোর দাবি, দুস্কৃতিকারীরা এই কাণ্ড ঘটিয়েছে।
শনিবার সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এক বিজ্ঞপ্তিতে এই খবর জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষটরা পেজটি উদ্ধারে কাজ করছেন। একই সঙ্গে এটি পুনঃউদ্ধার না হওয়া পর্যন্ত পেজে কোনো ম্যাসেজ দেওয়া-নেওয়া থেকে বিরত থাকা এবং যে কোনো পোস্ট এড়িয়ে চলার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়। পেজটি উদ্ধারের পর সবাইকে জানানো হবে।
Leave a Reply