শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আসন্ন দুর্গাপূজায় পিরোজপুর জেলার ৭ টি উপজেলায় ৪৫৮টি মন্দিরে দুর্গাপূজায় উদযাপনের প্রস্ততি চলছে ঠাকুরগাঁও জেলা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ৩ দিন ব্যাপি ইজতেমা পিরোজপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত কাউখালীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে যেই ধর্মের হোক না কেনো আমাদের মধ্যে সমতা রেখে সমাজকে নতুন করে নির্মান করতে হবে- আব্দুল মোনায়েম মুন্না লক্ষ্মীপুর বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে বিদ্যালয়ে ইউএনও’র নান্দনিক লাইব্রেরি স্থাপন বরগুনায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত বৈঠক প্রিয় নবীজি (ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর পবিত্র শানে মানহানীকারী পৃথিবীর যেই প্রান্তেই থাকুক, তাকে শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে শফিকুল ও সোনা মনি চাকমা ডিপিডিসিতে গড়ে তুলেছেন শক্তিশালী সিন্ডিকেট

৪৪তম বাচসাস পুরস্কারের জুরি বোর্ড গঠন

  • আপডেট সময় শনিবার, ১৩ মে, ২০২৩, ১০.৩২ পিএম
  • ৮৪ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি-বাচসাস পুরস্কারের ৪৪ তম আসরের জন্য ১৫ সদস্যের জুরি বোর্ড গঠন করা হয়েছে। ১২ মে বাচসাস কার্যনির্বাহী পরিষদের এক সভায় ২০১৯ (৪১তম), ২০২০ (৪২তম), ২০২১ (৪৩তম) ও ২০২২ (৪৪তম) সালের চার বছরের বাচসাস চলচ্চিত্র পুরস্কারের জন্য জুরি বোর্ড গঠন করা হয়। সভায় সিদান্ত হয় আগামী ২৮ মে পর্যন্ত ছবি জমা নেওয়া হবে।

১৫ সদস্যের এ জুরি বোর্ডের চেয়ারম্যান হলেন-সংগঠনের সাবেক সভাপতি বিশিষ্ট অভিনেতা ও সাংবাদিক নরেশ ভূইয়া, সদস্য সচিব সংগঠনের সাধারণ সম্পাদক রিমন মাহফুজ। অন্যান্য সদস্যরা হলেন- ইমরুল শাহেদ, রশিদুল আমিন হলি, খান মোহাম্মদ সালেক, মীর লিয়াকত আলী, জাহিদ রহমান, সুমন পারভেজ, শামীমা চৌধুরী, সৌমিক হাসান সোহাগ, আব্দুল্লাহ জেয়াদ, এফ আই দিপু, খালেদ আহমেদ, জাহিদ আকবর ও পদাধীকার বলে বাচসাস সভাপতি রাজু আলীম জুরি বোর্ডের সদস্য।

এ জুরি বোর্ড জমা পড়া ছবিগুলো দেখে চলচ্চিত্র, শিল্পী ও কলা-কুশলীদের নাম পুরস্কারের জন্য সুপারিশ করবেন।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাচসাসের রয়েছে সুদীর্ঘ ইতিহাস। ১৯৬৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই এই সংগঠনটি কাজ করছে সাংবাদিক ও চলচ্চিত্র অভিনেতা-কলাকুশলীদের জন্য। স্বাধীন বাংলাদেশের প্রথম চলচ্চিত্র পুরস্কারের প্রচলন হয় এই সংগঠনটির হাত ধরেই। মহান মুক্তিযুদ্ধে বীর বাঙালী সাহসীকতায় যে বাঘের পরিচয় দিয়েছে সেই জাতীয় প্রতীক বাঘকে করা হয়েছে বাচসাস পুরস্কারের প্রতীক।

১৯৭৪ সাল থেকে এই সংগঠনটি শুরু করেছে বাচসাস পুরস্কার প্রদান। ১৯৭২-৭৩ সালের চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে সেরা অবদানের জন্য প্রথম পুরস্কার আসর বসে। এই আয়োজনে ১৫টি বিভাগে ১৭ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়। প্রথম বাচসাস পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয় খান আতাউর রহমান পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’ সিনেমাটি। শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র বিভাগে পুরস্কার লাভ করে জহির রায়হানের বিশ্ব আলোড়ন জাগানো তথ্যচিত্র ‘স্টপ জেনোসাইড’।
শেষবার বাচসাস পুরস্কারের ৪০তম আসর অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ৬ নভেম্বর। সেই সময় সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক ইকবাল করীম নিশানের নেতৃত্বাধীন কমিটি ছিল। তখন সংগঠনটির ৫০ বছর পূর্তি উপলক্ষে ২০১৪ থেকে ২০১৮ পাঁচ বছরের (৩৬তম, ৩৭তম, ৩৮তম, ৩৯তম ও ৪০তম) পুরস্কার প্রদান ও সুবর্ণজয়ন্তী উৎসব আয়োজন করে। সর্বশেষ ২০১৮ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্র ছিল ‘দেবী’। শ্রেষ্ঠ অভিনেতা: সিয়াম (দহন) ও শ্রেষ্ঠ অভিনেত্রী: জয়া আহসান (দেবী)।

এখানে উল্লেখ্য যে, বাচসাস চলচ্চিত্র পুরস্কার প্রদানের পর অচিরেই বাচসাস মিডিয়া পুরস্কার প্রদান করা হবে বলে সভায় সিদান্ত হয়। সেখানে টেলিফিল্ম, টিভি সিরিয়াল, টিভি নাটক, ওটিপি, টিভি অনুষ্ঠান, বিজ্ঞাপনচিত্র, মঞ্চ নাটক, সঙ্গীত, নৃত্যের জন্য পুরস্কার প্রদান করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com