আল সামাদ রুবেল: বৈশাখী টেলিভিশনে দ্বিতীয় বারের মতো শুরু হতে যাচ্ছে মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত ‘সেরাদের সেরা’- অদম্য প্রতিভার সন্ধানে-২০২৩। অনুষ্ঠানটি ন্যাশনাল মিডিয়া সেন্টারের প্রযোজনায় বৈশাখী টেলিভিশনে পুরো রমজান মাস জুড়ে বিকেল ৫ টা ১৫ থেকে ইফতারের পূর্ব পর্যন্ত প্রচার করা হবে। বাংলাদেশসহ বহির্বিশ্বের বিভিন্ন স্থানে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে, আল-কোরআন তিলাওয়াত, হামদ/না’ত/ইসলামী গান ও ইসলামী জ্ঞান-এর উপর ইতোপূর্বে যারা ১ম থেকে ৫ম স্থান অধিকার করেছেন সেখান থেকে বাছাইপূর্বক মনোনিতদের নিয়েই এই মেগা রিয়েলিটি শো ‘সেরাদের সেরা’। অনুষ্ঠানে বাংলাদেশের খ্যাতনামা জনপ্রিয় মিডিয়া ব্যাক্তিত্বগণ, বিচারক, অতিথি হিসেবে অংশগ্রহন করবেন। তাদের সঙ্গে থাকবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। ২৭ রমজান গ্রান্ড ফিনালে অনুষ্ঠানটি বিএফডিসিরদুই নম্বর ফ্লোরে অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানপ্রতিমন্ত্রী এনামুর রহমান এমপি। অনুষ্ঠানটি উপস্থাপনা, পরিচালানা ও প্রযোজনায় ন্যাশনাল মিডিয়া সেন্টারের চেয়ারম্যান এইচ এম বরকতুল্লাাহ।
Leave a Reply