ফরিদগঞ্জ প্রতিনিধি: মডেল টেস্টে ফেল করা শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের কক্ষে তালা দেয়ার দুঃসাহস দেখিয়েছে। শুধু তাই নয়, এই ঘটনার প্রতিবাদ করায় ওই শিক্ষার্থীরা এক শিক্ষককে লাঞ্ছিতও করেছে তারা। উপজেলার চির্কা চাঁদপুর বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কলেজে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিচারের দাবিতে গতকাল রোববার (২২ জানুয়ারি) স্কুল মাঠে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। এই ঘটনায় রোববার সন্ধ্যায় শিক্ষার্থীদের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে।
জানা যায়, উপজেলার ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা বহুমখি উচ্চ বিদ্যালয়ে ২০২৩সালের এসএসসি পরীক্ষার জন্য মডেল টেস্ট পরীক্ষা দেয় ১৪১ জন শিক্ষার্থী। সেখানে উত্তীর্ণ হয় ১২১জন বাকি ২০জন শিক্ষার্থী অকৃতকার্য হয়। অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম ফিলাপ না করায় তারা গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের অধ্যক্ষ আবু জাফর মোঃ সামছুদ্দিনের রুমে তালা মেরে দেয়। এই সময় সিনিয়র সহকারী শিক্ষক মোস্তফা জামান বাঁধা দিলে তার উপর হামলা করেন ঐ শিক্ষার্থীরা। এই ঘটনার বিচারের দাবি জানিয়ে রোববার ক্লাস বন্ধ করে ও কালো ব্যাচ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করেন।
প্রতিষ্ঠানের শিক্ষকরা বলেন, অকৃতকার্য শিক্ষার্থীরা একেক জন ৫/৭ বিষয় করে ফেল করেছে। তাদের কিভাবে ফরম ফিলাপ করবো। তারা রাজনৈতিক ছত্রছায়ার কারণে এত বড় দুর সাহস পেয়েছে। আমাদের লাঞ্ছিত করেছে, দারোয়ান কে মারধর করেছে।
বিদ্যালয়ে অধ্যাক্ষ আবু জাফর মোঃ সামছুদ্দিন বলেন, আমি প্রতিষ্ঠানের কাজে বোর্ডে ছিলাম। তারা কোন সাহসে আমার রুমে তালা মেরেছে। আমার শিক্ষকদের লাঞ্ছিত করেছে। আমরা এর বিচার চাই।
কলেজ গর্ভনিং বডির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার বলেন, বিষয়টি দুঃখজনক। আমরা অভিযুক্তদের বিরুদ্ধে রোববার সন্ধ্যায় ৬জন চিহ্নিত শিক্ষার্থী ও অজ্ঞাত আরো কয়েকজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মোহাম্মদ আলী জিন্নাহ্ বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। কলেজ অধ্যক্ষকে বিষয়ে বিস্তারিত জানতে ফোন দিয়েছিলাম, কিন্তু তাকে পাইনি।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ মান্নান অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেছেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply