আল সামাদ রুবেলঃ বাংলাদেশ থিয়েটার বৈচিত্রময় প্রযোজনা ও আলোকিত সাংস্কৃতিক কর্মকান্ডের মধ্য দিয়ে নাট্যান্দোলনে তিন যুগ অতিক্রম করেছে। আগামীকাল ১ডিসেম্বর এবং পরশু ২ ডিসেম্বর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে দুই দিনব্যাপী ব্যাপক আয়োজন নিয়ে তিন যুগ প্রতি উৎসব উদযাপন করা হবে।
১ ডিসেম্বর ৬ টা ৩০ মিনিটে মিলনায়তন মঞ্চে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশ বরেণ্য নাট্যকার, নির্দেশ, অভিনেতা মামুনুর রশিদ।উৎসবের উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা নাট্য ব্যক্তিত্ব ম.হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন -নন্দিত অভিনেতা কেরামত মাওলা, নৃত্য গুরু আমানুল হক এবং বরেণ্য আবদুস সেলিম সহ বিশিষ্টজনরা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ থিয়েটারের সভাপতি আব্দুল আজিজ এবং স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ থিয়েটার এর সাধারণ সম্পাদক অভিনেতা খন্দকার শাহ আলম।২ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে থাকছে প্রতিদিন বিকাল ৪ঃ০০ টা থেকে উন্মুক্ত মঞ্চে নাটক,নৃত্য, আবৃত্তি ও সংগীত পরিবেশনা।
প্রথমদিন সন্ধ্যা ৭ টায় থাকছে খন্দকার শাহ আলম এর একক অভিনিত নাটক”আমি” এবং দ্বিতীয় দিন থাকছে বাংলাদেশ থিয়েটার এর ব্যাতিক্রমী হাসির নাটক সী-মোরগ। বাংলাদেশ থিয়েটার এর সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম আমার সময়কে বলেন বাংলাদেশ থিয়েটার প্রতি বছর বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পালিত করে এ উৎসবটি যেখানে উপস্থিত থাকেন বিভিন্ন দলের প্রায় ৭০০ নাট্যকর্মী।
Leave a Reply