রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হজরত শাহজালাল বিমানবন্দরে ১২টি স্বর্ণের বারসহ মালয়েশিয়া থেকে আসা যাত্রী আটক কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৪ ডিগ্রি সেলসিয়াস নাইজেরিয়ায় নৌকা ডুবে ঘটনাস্থরে ২৭ যাত্রী নিহত ভারতের দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর : ড. আসিফ নজরুল চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যায় ৩১ জনের নামে মামলা পিরোজপুরে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এর সাথে মতবিনিময় সভা আন্দোলনকারী সাংবাদিকদের নিয়ে বৈষম্য বিরোধী সম্পাদক-সাংবাদিক ঐক্য জোটের আলোচনা সভা সম্পন্ন পিরোজপুরের নেছারাবাদে একশ পিস ইয়াবা সহ নারী পুরুষ গ্রেফতার পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেলেন বাইডেন

  • আপডেট সময় শনিবার, ১২ নভেম্বর, ২০২২, ২.১৬ এএম
  • ৯৯ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া, যুক্তরাষ্ট্র করেসপন্ডেন্টঃ প্রেসিডেন্ট নির্বাচনের দুই বছরের মাথায় মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বাইডেনের দল ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টি সংখ্যাগরিষ্ঠতা পেলেও নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের দখল নিতে চলেছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। একাধিক প্রদেশের গভর্নর নির্বাচনেও ডেমোক্র্যাটরা হেরেছে। এই নির্বাচনে প্রেসিডেন্ট পদে নির্বাচন হয়নি যদিও, তবু একে বাইডেনের প্রতি ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।
সিনেটের ১০০টির মধ্যে ৩৫টি এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ৪৩৫টি সাধারণ আসনের সব কটিতেই ভোট হয়েছে এবার। সেই সঙ্গে হয়েছে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ‘ভোটদানের ক্ষমতাহীন’ ছয়টি আসনের মধ্যে পাঁচটি এবং ৩৬টি প্রদেশ (স্টেট) ও তিনটি টেরিটরির গভর্নর নির্বাচন।
এখন পর্যন্ত সিনেটে ডেমোক্র্যাট প্রার্থীরা জিতেছেন ৪৮টি আসন। প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির ঝুলিতেও ৪৮টি আসন গিয়েছে। দুটি আসন গিয়েছে নির্দলদের দখলে। বাকি দুটো সিনেট আসনে এগিয়ে রয়েছে ডেমোক্র্যাটিক পার্টি।
অন্যদিকে সর্বশেষ খবরে দেখা গেছে, হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ডেমোক্র্যাট প্রার্থীরা ১৭৮টি এবং রিপাবলিকানরা ১৯৯টিতে জিতেছেন। ভোট গণনার প্রবণতা বলছে, কংগ্রেসের নিম্নকক্ষ এবার ডেমোক্র্যাটিক পার্টির হাতছাড়া হতে চলেছে। বিদায়ী হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ছিলেন ২২০ জন ডেমোক্র্যাট সদস্য। ২১২ জন রিপাবলিকান। এবার সেই সমীকরণ উল্টে যাচ্ছে। রিপাবলিকানরা জয়ী হতে চলেছে।
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন। পরাজিত রিপাবলিকানদের কাছে তাই মধ্যবর্তী নির্বাচনের ফলাফল খুবই গুরুত্বপূর্ণ ছিল। তারা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এবার ট্রাম্পের বিরুদ্ধে ক্যাপিটল হিংসা, আয়কর অনিয়মসহ বিভিন্ন অভিযোগের তদন্ত বাধাপ্রাপ্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।
আমেরিকার মধ্যবর্তী নির্বাচন সাধারণত একটা প্রবণতা মেনে চলে। যে দল ক্ষমতায় থাকে, সংসদে তাদের আসন কমে যায়। সেই হিসাবে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বাইডেনের দল কিছুটা স্বস্তিতে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
এই পরিস্থিতিতে ২০২৪-এর ভোটে ফের ট্রাম্প প্রার্থী হবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হতে পারে বলে তাদের মত। ট্রাম্প আদৌ পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না, তা মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ফলাফলের ওপর অনেকাংশে নির্ভর করবে বলে মনে করা হচ্ছিল। রিপাবলিকানরা সিনেটে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ট্রাম্প হয়তো আর প্রেসিডেন্ট নির্বাচনে নাও দাঁড়াতে পারেন। সূত্র : সিএনএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com