শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জবিস্থ জামালপুর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে হারুন-শাকিল জামিন পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান বিশ্বকাপ -২০২৬ পাওয়ার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন বাড়ল স্বর্ণের দাম নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি অন্তর্বর্তীকালীন সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা আন্দোলনে আহতরা আজীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন: সায়েদুর রহমান সেনাকুঞ্জে অধ্যাপক ইউনূস ও খালেদা জিয়ার কুশল বিনিময় নওগাঁয় পানি উন্নয়ন বোর্ডের অভিযানের নামে রাতের আঁধারে হামলা ও ভাঙচুরের  অভিযোগ  পিরোজপুরে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এর টিটোয়েন্টি খেলা উপলক্ষে বিএনপির সংবাদ সম্মেলন

রেমিট্যান্স সুবিধা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের শারজায় প্রবাসী বাংলাদেশিদের কাছে ব্র্যাক ব্যাংক

  • আপডেট সময় শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২, ১২.২৬ এএম
  • ১১৪ বার পড়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় করেছে ব্র্যাক ব্যাংক-এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এসময় তারা প্রবাসীদেরকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর গুরুত্ব সম্পর্কে সচেতন করেন।

১৪-১৬ অক্টোবর, ২০২২-এ শারজাহ এক্সপো সেন্টারে রেমিটার্স ফেস্টিভালে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা রেমিট্যান্স প্রেরণকারীদেরকে রেমিট্যান্স ও ব্যাংকিং সার্ভিসের নানা দিক তুলে ধরেন। পাশাপাশি প্রবাসী ব্যাংকিং প্রোডাক্টস ও দেশে বিনিয়োগের সুযোগ সম্পর্কেও বিস্তারিত তথ্য প্রদান করেন।

ফেস্টিভালে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান এমপি, সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর, বাংলাদেশ ব্যাংক-এর ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান, দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল জামাল হোসেন এবং বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ব্র্যাক ব্যাংক-এর পক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড এফআই মোঃ শাহীন ইকবাল সিএফএ।

‘অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি – প্রেরণকারীদের আচরণ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বক্তৃতাকালে ব্র্যাক ব্যাংক-এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, “ব্র্যাক ব্যাংক-এ আমাদের অন্যতম লক্ষ্য হলো আন্তর্জাতিক রেমিট্যান্সের সুষ্ঠু প্রবাহ নিশ্চিত করা। আমরা বিশ্বাস করি, আমরা যদি প্রবাসী অ্যাকাউন্ট, বিনিয়োগ আর সম্পদ ব্যবস্থাপনা সেবার সাথে বিমা, স্বাস্থ্যসেবা, পেনশন এবং ফ্যামিলি ওয়েলফেয়ার যুক্ত করে একটি পূর্ণাঙ্গ ব্যাংকিং সল্যুশন প্রদান করতে পারি, তাহলে প্রবাসীরা অবৈধ চ্যানেল এড়িয়ে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠাতে উৎসাহিত হবেন। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ সবচেয়ে কার্যকর ও নিরাপদ উপায়ে দেশে পাঠানো এবং বিনিয়োগের ক্ষেত্রে আমরা তাদের বিশ্বস্ত পার্টনার হতে চাই।”

ব্র্যাক ব্যাংক-এর স্টলে প্রবাসীদের সাথে কথা বলেন ব্যাংকের কর্মকর্তারা। জাতীয় উন্নয়নে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে তারা প্রবাসীদেরকে বৈধ চ্যানেলের মাধ্যমে অর্থ প্রেরণের আহ্বান জানান। এছাড়া, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠালে গ্রাহক তাৎক্ষণিকভাবে ২.৫% সরকারি প্রণোদনা পাবেন। প্রবাসীরা ব্র্যাক ব্যাংক-এর প্রবাসী ব্যাংকিং সেবার প্রতি আগ্রহ প্রকাশ করেন। তারা অ্যাকাউন্ট খোলেন এবং মোবাইল অ্যাপ ‘আস্থা’ ইন্টারনেট ব্যাংকিং সেবার প্রশংসা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com