চীনা প্রেসিডেন্ট, শি জিং পিং দুদিনের মিয়ানমার সফরে বার্মার নেত্রী অঙ সান সু চি’র প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ।শনিবার মি.পিং রেল ও বন্দর নির্মাণ প্রকল্পসহ মোট ৩৩টি দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করেনI এসব চুক্তি বাস্তবায়িত হলে চীন ভারতীয় মহাসাগরে অনায়াসে প্রবেশাধিকার পাবে এবং পারস্য উপসাগর থেকে আসা তাদের তেল ও গ্যাস সামগ্রীর যাতায়তের দূরত্ব কমে যাবে ।মিয়ানমার সরকার ২০১৭ সালে সংগঠিত মুসলমান রোহিঙ্গ্যা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে যখন বিশ্বজনীন সমালোচনার মুখে, তখুনি মি.পিং সমস্যাজড়িত বার্মার নেত্রীর প্রতি সমর্থন এবং এক গুচ্ছ চুক্তিতে স্বাক্ষর করেন।
Leave a Reply