মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

পঞ্চাশোর্ধ্ব পুরুষদের করোনার মৃত্যুঝুঁকি বেশি : সিভাসু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ১২.৩৭ এএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা রোগে আক্রান্ত পঞ্চাশোর্ধ্ব পুরুষদের করোনার মৃত্যুঝুঁকি বেশি বলে উঠে এসেছে এক গবেষণায়। গত মে মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত আইসিইউতে চিকিৎসাধীন ২৩৪ জন কোভিড রোগীর ওপর এই গবেষণা চালায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু), চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় ও জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে গবেষকরা জানান, কোভিড আক্রান্ত রোগীদের রক্তের বিভিন্ন মাত্রা বিশ্লেষণ করে গবেষণাটি পরিচালিত হয়। ২৩৪ জন রোগীর ওপর গবেষণায় দেখা যায়, ১৫৬ জন মারা গেছেন। মৃত্যুবরণকারীদের মধ্যে ৭৩ ভাগ পুরুষ।

এই গবেষণা কোভিড চিকিৎসায় সহায়ক হবে বলে জানান গবেষক দল। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ।

এ সময় গবেষণার বিষয়ে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান বলেন, ‘যদি রক্তের মধ্যে কিছু প্যারামিটার থাকে, তাহলে সেগুলো একজন মানুষের নরমাল জীবনকে ব্যাহত করে।’

গবেষণার ফলাফল বিষয়ে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর। তিনি বলেন, ‘আপনারা এভাবে খেয়াল করবেন, বয়সকে একটা টার্গেট ধরা হয়েছে। অর্থাৎ যার বয়স পঞ্চাশ এবং যিনি পুরুষ, এই স্টাডির ক্ষেত্রে বলছি আমি।

এ রকম আরও অনেক স্টাডি হবে। এই স্টাডির ক্ষেত্রে একটা বক্তব্য থাকতে পারে এরকম যে প্রথমত, আমার বয়স যখন পঞ্চাশোর্ধ্ব, যিনি পঞ্চাশোর্ধ্ব নন আমাকে তাঁর থেকে বেশি সতর্ক থাকবে হবে এবং তাঁকে হাসপাতালে ভর্তি হতে হবে। দ্বিতীয় নাম্বারে হলো, যে প্যারামিটারগুলো দেখানো হলো এর একটা-দুইটা বলি যেমন- প্যারাটিন, ডিডাইমার এ রকম চার থেকে পাঁচটির কথা বলে হয়েছে। এই পরীক্ষাগুলো করাতে হবে। এটা একটা বেইজলাইন পরীক্ষা। শুরুতে থাকবে, সাতদিন পরে থাকবে চৌদ্দ দিন পরে থাকবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিচালক ডা. সেখ ফজলে রাব্বী, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মো. আব্দুর রব, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও নির্বাহী জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া ও সিভাসুর সহকারী অধ্যাপক ডা. ইফতেখার আহমেদ রানা, জুনিয়র কনসালটেন্ট ডা. রাজদ্বীপ বিশ্বাস, জুনিয়র কনসালটেন্ট মৌমিতা দাশ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com