আগামীকাল শনিবার থেকে মাঠে গড়াবে সুপার টুয়েলভের লড়াই। সংযুক্ত আরব আমিরাতের তিনটি ভেন্যুতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচগুলো।বাছাই পর্বে রানার্সআপ হওয়াতে সুপার টুয়েলভে গ্রুপ-১-এ খেলবে বাংলাদেশ। সেখানে তারা মোকাবিলা করবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাই পর্বের ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে। মূল পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বিকেল ৪টায়।
অন্যদিকে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়া স্কটল্যান্ড সুপার টুয়েলভে পাবে গ্রুপ-১-এতে থাকা ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তানকে। এছাড়া গ্রুপ ‘এ’ রানার্সআপ দলও সুযোগ পাবে সুপার টুয়েলভে বাংলাদেশ ম্যাচের সূচি :
২৪ অক্টোবর: বাংলাদেশ ও এ-১ (শারজাহ)
২৭ অক্টোবর: বাংলাদেশ ও ইংল্যান্ড (আবুধাবি)
২৯ অক্টোবর: বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ(শারজাহ)
২ নভেম্বর: বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা (আবুধাবি)
৪ নভেম্বর: বাংলাদেশ ও অস্ট্রেলিয়া (দুবাই)
Leave a Reply