শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

কুষ্টিয়ায় প্রকাশ্যে গুলি করে তিনজনকে হত্যা

  • আপডেট সময় রবিবার, ১৩ জুন, ২০২১, ১১.১৯ পিএম
  • ১৩৭ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় সদর উপজেলায়  বন্ধু-স্ত্রী ও সন্তানকে প্রকাশ্যে গুলি করে হত্যার করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত পুলিশের এএসআই সৌমেন রায়কে আটক করেছে পুলিশ। ।

বেলা সাড়ে ১১টায়  বিভাগীয় কাস্টম কার্যালয়ের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কাস্টমস মোড়ে তিনতলা একটি ভবনের সামনে দাঁড়িয়ে ছিলেন তারা। এসময়, একটি মোটরসাইকেলে এএসআই সৌমেন তাদের সামনে এসে প্রথমে আছমা খাতুন ও  বন্ধু শাকিলকে গুলি করে। এসময় শাকিলের  সাত বছর শিশু রবিন পালাতে গেলে তাকেও ধরে গুলি করে এএসআই সৌমেন রায়।

ঘটনার পরপরই আশপাশের  লোকজন তাকে ঘিরে ফেললে এএসআই সৌমেন রায়কে,  সে পাশের একটি ভবনে আশ্রয় নেয় ।  এলাকাবাসী ভবনটি ঘিরে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে। হ’ত্যাকারী সৌ’মেন রায় এর সাথে ওই নারীর কয়েক বছর আগে বিয়ে হয়েছিলো জানা যাচ্ছে।

ঘটনাস্থলেই মারা যান শিশুটির মা। অন্যদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুলিশের ধারনা, পরকীয়া সম্পর্কের জেরে আছমা খাতুনের সাবেক স্বামী এএসআই সৌমেন এই হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com