পশ্চিমবঙ্গে নতুন নাগরিকত্ব আইন কার্যকর করতে দেব না, এই স্লোগান নিয়ে তৃতীয় দিন পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হাওড়া ময়দান শুরু হয়ে ব্রেবোর্ন রোড, টি-বোর্ড হয়ে মিছিলের গন্তব্য ধর্মতলার ডোরিনা ক্রসিং। তৃণমূল সূ্ত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুুপুর ২টোয় রানি রাসমণি রোডে এবং শুক্রবার দুুপুর তিনটেয় পার্ক সার্কাসে নয়া নাগরিক আইন বিরোধি সভাও করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিএবি সংসদে পাশ হওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন উত্তর ও দক্ষিণ কলকাতা এবং হাওড়া জুড়ে তিন দিন মহামিছিল করবে তৃণমূল।
কথা মতো সোমবার রেড রোড থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত প্রায় চার কিলোমিটার পদযাত্রা করেন তিনি। সঙ্গে ছিল বিশাল মিছিল। মঙ্গলবারও দুপুর ১টা নাগাদ যাদবপুরের ৮-বি বাসস্ট্যান্ড থেকে মিছিল করে ভবানীপুরের যদুবাবুর বাজার পর্যন্ত যান। হাজার হাজার মানুষের সামনে সেখানেই তিনি বার্তা দেন- আমরা এই এই রাজ্যে নয়া নাগরিকত্ব আইন কার্যকর করতে দেব না।
Leave a Reply