মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আশা প্রকাশ করে বলেছেন যে, শিক্ষার্থীদের ভ্যাকসিন (টিকা) দেওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সম্ভব হবে।
ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে আজ সোমবার সচিবালয়ে ব্রিফিংকালে এ কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব। মন্ত্রিসভার বৈঠক সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে, বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোর যে হোস্টেলগুলো আছে, সেগুলোর ৪০টির মতো ইতোমধ্যে সংস্কার করা হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব করোনার টিকাও আসছে।
যদি ইউনিভার্সিটির (বিশ্ববিদ্যালয়) ছেলেদের (শিক্ষার্থীদের) ভ্যাকসিনেটেড (টিকা প্রয়োগ সম্পন্ন) করে ফেলতে পারি, তার পরই ইনশাল্লাহ তাড়াতাড়ি স্কুল-কলেজ খুলে দিতে পারব,’ বলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
উল্লেখ্য, করোনাভাইরাসের মহামারি ঠেকানোর অংশ হিসেবে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
Leave a Reply