এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার – কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা দেবীদ্বার উপজেলার ৮০ টি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ প্রতি বছরই শীর্ষ স্থানীয় ফলাফল করে আসছে।
বুধবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (একেএম) আলী জিন্নাহ শিক্ষামন্ত্রনালয় কতৃর্ক ছাত্র ছাত্রীদের এস্যাইনমেন্ট ব্যবস্থা সঠিক ভাবে নেওয়া প্রসঙ্গে স্কুল এন্ড কলেজ’র ভাইস প্রিন্সিপাল মোঃ ইয়াকুব আলী ও শিক্ষক- শিক্ষিকার মাঝে পরামর্শ সভায় জানতে চাইলে ভাইস প্রিন্সিপাল মোঃ ইয়াকুব আলী বলেন- করোনাকালীন অবস্থায় ওই স্কুল এন্ড কলেজ’র ছাত্র- ছাত্রী লেখা-পড়ার মান ধরে রাখতে চেস্টার কোনো ত্রুটি নেই পরিচালনা পর্ষদ’র।
মাধ্যমিক অনলাইন স্কুলের শিক্ষা ব্যাবস্থাসহ জুম, ফেইসবুক লাইভ, ইমু মেসেন্জার গ্রুপের মাধ্যমে চলছে প্রতিনিয়ত পাঠদান।”ঘরের স্কুল ঘরে শিখি” ওই শ্লোগানকে সামনে রেখে ২ মাস পর-পর বাসায় বসে সেমিস্টার পরীক্ষা নিচ্ছে ওই স্কুল এন্ড কলেজ শিক্ষকরা। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পৌঁছে দিচ্ছে তাদের ফলাফল।
এতে অবিভাকগন মন্তব্য করেন করোনাকালীন শিক্ষা সংকট কেটে উঠছে বলে তারা বিশ্বাসী। পরে ওই সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম আলী জিন্নাহ বলেন- করোনায় অনলাইন স্কুলের মাধ্যম প্রতিদিন নিয়মিত চলছে অনলাইন পাঠদান ক্লাস। উপজেলা মাধ্যমিক সহকারী, মোঃ শাহ আলম ও উপজেলা একাডেমিক, মোঃ মাইনুদ্দিনকে সঙ্গে নিয়ে তিনি নিয়মিত উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এস্যাইনমেন্ট ব্যবস্থা নিয়ে চলছে তধারকী। পরে তিনি সকল শিক্ষকগনকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান করেন।
Leave a Reply