অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলনের আজ প্রথম দিন সকাল সাড়ে ১০টায় জেলা কালেক্টরেট প্রাঙ্গণে এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক বিমানমন্ত্রী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সাংসদ এ কে এম শাহজাহান কামাল।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার এএইচএম কামরুজ্জামান,জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিনচৌধুরী নয়ন, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ও চলচ্চিত্র গবেষক ডঃ অনুপম হায়াৎ, আলোচক ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মাইনউদ্দিন পাঠান, স্বাগত বক্তব্য রাখেন নজরুল ইনস্টিটিউটের সচিব মোঃ আব্দুর রহিম।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে জাতীয় নজরুল সম্মেলন 2019 শুভ উদ্বোধন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
আলোচকগণ কাজী নজরুল ইসলামের বেড়ে ওঠা বাল্যজীবন কৈশোর জীবন সৈনিক জীবন সহ নানা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে তাদের মূল্যবান আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল, শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল আজিজ, মুক্তিযোদ্ধা সুশীল সমাজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য জাতীয় নজরুল সম্মেলন ২০১৯ এর তিন দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনের আগামীকাল শুক্রবার সকালে সরকারি মহিলা কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য (সংরক্ষিত) সেলিনা ইসলাম।
সম্মেলনের শেষ দিন সকালে লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে হবে নজরুলের জীবনী নিয়ে আলোচনা সভা। বিকালে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে সনদ ও পুরস্কার প্রদান করা হবে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কবি নজরুল ইনস্টিটিউট এর নির্বাহী পরিচালক মো. আব্দুর রাজ্জাক ভূঁঞা, বিশেষ অতিথি হিসাবে থাকবেন পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান।
এছাড়াও প্রতিদিন বিকালে নজরুলের জীবন পরিক্রমা ও তথ্যচিত্র প্রদর্শনী, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠ ও নৃত্যনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তাছাড়া প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত বই মেলা আয়োজন করা হয়েছে। এদিকে জেলা পরিষদ হলরুমে ১২ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সংগীত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। সেখানে জেলার ৫০ জন শিল্পী প্রশিক্ষণ গ্রহন করবেন।
Leave a Reply