শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা এয়ারপোর্টে এক হাজার পিস ইয়াবাসহ এক বিমানযাত্রীকে আটক অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর দেওয়ানি ও ফৌজদারি আদালতকে সম্পূর্ণভাবে পৃথক করল সরকার ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন সাবেক এমপি শাহীন শারদীয় দুর্গাপূজা ঘিরে পার্শ্ববর্তী দেশ বিভিন্ন ধরনের মিথ্যা সংবাদ ছড়াচ্ছে :স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারি চাকরিজীবীদের পেনশনে সুবিধা বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও স্ত্রীর বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি ৯ দিনের সফরে পাকিস্তান গেলেন স্বরাষ্ট্র সচিব আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামগ্রীর ৭০ শতাংশ কেনাকাটা সম্পন্ন : ইসি সচিব

জুলাই বিপ্লব শহীদদের স্মরণে লক্ষ্মীপুরে বিএনপির সভা

  • আপডেট সময় শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ১.২৬ পিএম
  • ৩১ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি:-জুলাই বিপ্লব শহীদদের স্মরণে লক্ষ্মীপুরে বিএনপির সভা করেছে। শুক্রবার ১৮ জুলাই  বিকেলে শহরের লিল্লাহ মসজিদ ময়দানে জেলা বিএনপির উদ্যোগে জুলাই আগষ্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে  সভা অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং লক্ষ্মীপুর জেলা বিএনপির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে এবং জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড.হাছিবুর রহমানের সঞ্চালনায় এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং  লক্ষ্মীপুর ২ রায়পুর আসনের সংসদ সদস্যপ্রার্থী আবুল খায়ের ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ বি এম আশ্রাফ উদ্দিন নিজান, কেন্দ্রীয় বিএনপির সহশিল্প বানিজ্য বিষয়ক সম্পাদক। হারুন অর রশিদ ( ভিপি হারুন) বিএনপির সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম বিভাগ,শাহাবুদ্দিন সাবু সদস্য সচিব, জেলা বিএনপি। এছাড়াও শহীদ পরিবারের পক্ষ হতে শহীদের নিকটাত্মীয়দের অনেকে বক্তব্য রাখেন এবং খুনিদের ফাঁসি দাবি করেন।

উক্ত স্মরণ সভায় বক্তাগন বলেন,  জুলাই আগষ্ট আন্দোলনে যে সব অকুতোভয় সন্তানেরা তাদের জীবন বিলীয়ে দিয়ে ফ্যাসিষ্ট হাসিনাকে বিতাড়িত করেছেন, আজ অত্যন্ত শ্রদ্ধা এবং বেদনার সাথে তাদের স্মরণ করছি। তাদের আত্মত্যাগের বিনিময়ে দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচার হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। হাসিনা ক্ষমতায় থাকাবস্থায়  পাশ্ববর্তী দেশ নির্লজ্জ ভাবে তাদের নীলনকশা বাস্তবায়নের মাধ্যমে এদেশের সম্পদ লুট করেছে তেমনি তাদের নির্দেশে বিরোধী দলের উপর নির্মম নির্যাতন চালিয়ে বিরোধী মত দমনের অপচেষ্টা চালিয়েছে। এই পাশ্ববর্তী দেশই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে।
বক্তারা আরও বলেন, জুলাই আগষ্ট শহীদদের আত্মত্যাগের সম্মান জানাতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক ভাবে আমরা একদল অপরদলের বিরুদ্ধে কুৎসা রটালে, বিভেদ সৃষ্টি করলে ফ্যাসিষ্ট হাসিনার আওয়ামীলীগ আবার ও মাথা চাড়া দিয়ে উঠবে।

এসময় তারা আরও বলেন, এনসিপির গোপালগঞ্জের অভিযানের পীছনে কোন দুরভিসন্ধি কাজ করছে কিনা তাও খতিয়ে দেখতে হবে। ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানকে বিলম্বিত করলে জাতির জন্য কল্যাণকর হবেনা। যারাই নির্বাচন বানচাল বা বিলম্বিত করার চেষ্টা করবে, বিএনপির পক্ষ হতে তাদেরকে কঠোর ভাবে প্রতিহত করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com