সপ্তাহের ব্যবধানে রাজধানীর ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পাঁচ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে সায়েন্সল্যাব এলাকায়। থেমে থেমে চলছে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। এতে দুই কলেজের অন্তত ১৪-১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানায় পুলিশ। এদিকে সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দাবি, তার প্রতিষ্ঠানেরই গুরুতর আহত হয়েছেন অন্তত প্রায় ২৪- ২৫ জন শিক্ষার্থী।
তুচ্ছ ঘটনা ও নানা ইস্যুতে কিছুদিন পরপরই সংঘর্ষে জড়ায় রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালেও রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ফের সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীরা। শুরুতে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হলেও পরবর্তীতে তা ভয়ংকর আকার ধারণ করে। থেমে থেমে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে সংঘর্ষ। বিকেল ৪টার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। সায়েন্স ল্যাব মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলছেন, সিটি কলেজের শিক্ষার্থীরা আক্রমণ করে ঢাকা কলেজের শিক্ষার্থীদের। আর সিটি কলেজ শিক্ষার্থীদের দাবি, ঢাকা কলেজের শিক্ষার্থীরাই আক্রমণ করে তাদের। ভাঙচুর করে কলেজের স্থাপনা।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই কলেজের শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ। নিক্ষেপ করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড। ছত্রভঙ্গ করে দেয় তাদের। ফলে কয়েক দফায় বন্ধ হয়ে যায় এই রুটের যান চলাচল।
পুলিশ বলছে, পূর্ব শত্রুতার জেরেই দুই কলেজ সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় এখন পর্যন্ত আহত হয় প্রায় ১৪-১৫ জনের মতো শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করে পুলিশ।
নিউ মার্কেট থানার ওসি মোহসিন উদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের কাছে গিয়ে ইট পাটকেল ছুড়তে শুরু করলে ওই এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। সময় গড়ালে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া, পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এক পর্যায়ে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন দুই কলেজের শিক্ষার্থীরা।
এদিকে ঢাকা সিটি কলেজের স্থাপনা ভাঙচুরের ঘটনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোবারক হোসেন দুষ্কৃতিকারীদের বিচার দাবি করেন। বলেন, এ ঘটনায় সিটি কলেজের প্রায় ২৪ থেকে ২৫ জনের অধিক শিক্ষার্থী আহত হয়।
সংশ্লিষ্টরা জানান, দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিরাজমান দীর্ঘদিনের এই কোন্দল কমাতে কাজ করছে প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ।
এর আগে ১৫ এপ্রিল এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছিলো। এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এমন ঘটনা প্রায়ই ঘটছে বলেও জানিয়েছে পুলিশ।
Leave a Reply