ওই মশাল মিছিলের ৪৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে মশাল হাতে নিয়ে এবং মুখে মাস্ক পরে সবাইকে বলতে শোনা যায়, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে। শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম। কে বলেরে মুজিব নাই, মুজিব সারা বাংলায়। আওয়ামী লীগের ঘাটি, শরীয়তপুরের মাটি।’
ওই রাতেই ভিডিওটি আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও শেয়ার করা হয়েছে।
ওই মশাল মিছিলের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ফেসবুকে প্রতিক্রিয়া লিখে পোস্ট দিতে দেখা গেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক ইমরান আল নাজির তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘যারা এখনো পতিত খুনিদের পক্ষে শ্লোগান দিতে চায়, শরীয়তপুরকে অস্থির করতে চায়, সাবধান করে দিচ্ছি। শিকড় যতো গভীরেই হোক, উপড়ে ফেলা হবে।’
এ ছাড়া আইসিটি ট্রাইব্যুনালে ‘প্রহসনমূলক, ঘৃণ্যতম ও জঘন্যতম অসাংবিধানিক ও বেআইনি কার্যক্রম’ হচ্ছে দাবি করে এর প্রতিবাদে শরীয়তপুরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন দলটির নেতারা। আজ রোববার সকালে জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা জেলা প্রশাসকের দপ্তরে নিচতলার তথ্যসেবা কেন্দ্রে (ফ্রন্ট ডেস্ক) স্মারকলিপিটি জমা দেন।
Leave a Reply