বুধবার, ১৪ মে ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন

শরীয়তপুরে রাতের আধারে মাস্ক পরে আওয়ামী লীগের মশাল মিছিল

  • আপডেট সময় রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭.১৩ পিএম
  • ১৩ বার পড়া হয়েছে
শরীয়তপুরে মুখে মাস্ক পরে রাতের আধারে মশাল মিছিল করেছেন স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। গতকাল শনিবার রাত ৯টার দিকে সদর উপজেলার চিকন্দি ও জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের বর্ডার চিকন্দি এলাকায় মিছিলটি করা হয়। এ ঘটনায় রুবেল নামে একজনকে আটক করেছে পুলিশ।

ওই মশাল মিছিলের ৪৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে মশাল হাতে নিয়ে এবং মুখে মাস্ক পরে সবাইকে বলতে শোনা যায়, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে। শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম। কে বলেরে মুজিব নাই, মুজিব সারা বাংলায়। আওয়ামী লীগের ঘাটি, শরীয়তপুরের মাটি।’

ওই রাতেই ভিডিওটি আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও শেয়ার করা হয়েছে।

ওই মশাল মিছিলের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ফেসবুকে প্রতিক্রিয়া লিখে পোস্ট দিতে দেখা গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক ইমরান আল নাজির তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘যারা এখনো পতিত খুনিদের পক্ষে শ্লোগান দিতে চায়, শরীয়তপুরকে অস্থির করতে চায়, সাবধান করে দিচ্ছি। শিকড় যতো গভীরেই হোক, উপড়ে ফেলা হবে।’

এ ছাড়া আইসিটি ট্রাইব্যুনালে ‘প্রহসনমূলক, ঘৃণ্যতম ও জঘন্যতম অসাংবিধানিক ও বেআইনি কার্যক্রম’ হচ্ছে দাবি করে এর প্রতিবাদে শরীয়তপুরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন দলটির নেতারা। আজ রোববার সকালে জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা জেলা প্রশাসকের দপ্তরে নিচতলার তথ্যসেবা কেন্দ্রে (ফ্রন্ট ডেস্ক) স্মারকলিপিটি জমা দেন।

জেলা আওয়ামী লীগের সদস্য, শরীয়তপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক শামীমে ফোনকলে বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে অন্যায়ভাবে আওয়ামী লীগের নেতাদের বিচার করার নামে প্রহসন করা হচ্ছে। এর প্রতিবাদে ও কোন পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল গঠন করা হয়েছিল তার বিবরণ দিয়ে একটি স্মারকলিপি সারা দেশের জেলা প্রশাসকদের দেওয়া হয়েছে। প্রথমে আমি শরীয়তপুরের জেলা প্রশাসককে মেইলে স্মারকলিপিটি পাঠিয়েছি। পরে আওয়ামী লীগের জেলা পর্যায়ের সিনিয়র নেতারা গিয়ে ওই স্মারকলিপি জেলা প্রশাসনের দপ্তরে জমা দিয়েছেন।’

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘চিকন্দি এলাকায় শনিবার রাতে স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে একটি মশাল মিছিল বের করে। এ ঘটনায় অপারেশন ডেভিল হান্টে রুবেল নামের একজনকে আটক করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

-ইনডিপেনডেন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com