নিজস্ব প্রতিবেদকঃসারাদেশব্যাপী ১৪৪৬ হিজরী সনের মুহররম মাসের১০-ই তারিখ পবিত্র আশুরা শরীফ পালিত হয়।এদিনের মর্যাদা ফজিলত আমল সম্পর্কে;বিশেষ করে হাদিস শরীফের আলোকে কিতাবে বর্ণিত রয়েছে।আশুরা শরীফের আমল ফজিলতের গুরুত্ব এদেশের ধর্মপ্রাণ মুসলমানগণ সুন্নী আকিদায় বিশ্বাসীরা পালন করে থাকেন।এছাড়াও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার১০-ই মুহররম মাসের এদিনের সম্মানার্থে স্কুল কলেজ,আলিয়া মাদরাসা,বিশ্ববিদ্যালয় এমনকি সবকিছু ছুটি ঘোষনা করে।যাতে করে দেশের ধর্মপ্রাণ মুসলমানগণ আশুরার আমল করে ফজিলত হাসিল করতে পারে।কারণ মুহররম মাসের ১০-ই তারিখ আশুরার দিনে পৃথিবীর ইতিহাসে বিশেষ বিশেষ স্বরনীয় ঘটনা সংঘটিত হয়েছে বা হবে।আহলে সুন্নত ওয়াল জামায়াত তথা সুন্নী আকিদায় বিশ্বাসীরা আশুরার রোযা রাখে; মিলাদ শরীফ ও দোয়া মাহফিলের আয়োজন করে থাকেন।তবে হাদিস শরীফে বর্ণিত বাহাত্তর বাতিল ফিরকার ওয়াহাবিবাদী লোকেরা আশুরার, এ দিনের আমলের গুরুত্ব না দিয়ে তাদের শিক্ষা প্রতিষ্টান মাদরাসা খোলা রাখে।সরজমিনে গিয়ে এমনই চিত্র দেখা যায় অনেক ওয়াহাবিবাদী খারেজি তথা কওমি ভিত্তিক পরিচালিত মাদরাসায়।গত ১৭-জুলাই;১০-ই মুহররম আশুরার দিনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার লক্ষিগঞ্জ,জাটিয়া,মধুপুর,আঠারবাড়ী,কালবলা,সোহাগী,
গালাহার হাফসা মাদরাসা, বানাশ্রম আয়শা মহিলা মাদরাসা, মাইজবাগ বাজারে গড়ে উঠা একাদিক মাদরাসা ছুটি না দিয়ে খোলা রাখে শ্রেণির কার্যক্রম চালু রাখে। এনিয়ে সম্প্রতি স্থানীয় এসব মাদরাসার অভিভাবক গণ আক্ষেপে প্রতিনিধিকে বলেন সারা দেশব্যাপী মুহররম মাসের ১০-তারিখ আশুরার সম্মানার্থে ছুটি থাকলেও ওয়াহাবিবাদী কওমি ভিত্তিক মাদরাসা খোলা রাখায় আমরা হতবাক।এসব মাদরাসায় বরকতময় আশুরার বিশেষ দিনে আমল না করে খোলা রাখায় আমরা বিস্মিত।হযরত মাওলানা আবদুর রাজ্জাক জানান আশুরার দিন মাদরাসা খোলা রাখা উচিত নয়।কারণ এদিনের অনেক আমল ও ফজিলতের কথা কিতাবে উল্লেখ রয়েছে। হযরত মাওলানা আবদুল জলিল প্রতিনিধিকে বলেন,দেশের আনাচে কানাচে গড়ে উঠা এসব মাদরাসায় কওমি ভিত্তিক ওয়াহাবিবাদী মতাদর্শ প্রচার প্রসার করছে।এদের আকিদায় রয়েছে গলদ।এরা মিলাদ শরীফ পাঠ করেনা জানাযার নামাজে দোয়া করেনা। এরা লম্বা লেবাস পরিধান করে সাধারন মানুষকে বিশেষ দিনের আমল থেকে দুরে রাখছে। এছাড়া ও হযরত নবী রসুল আলাইহিমুস সালাম উনাদের শান মুবারকে এলোমেলো বিতর্কিত কথা বলে থাকে এমতাদর্শের লোকজন।এব্যাপারে মাইজবাগ মাদরাসার পরিচালক বা মুহতামিম আবদুস সালাম এর সাথে যোগাযোগ করেও কোন বক্তব্য পাওয়া যায়নি।এব্যাপারে মাইজবাগ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মুহম্মদ সরজুল ভুইয়া প্রতিনিধিকে বলেন কারবালার আশুরার দিনের মর্যাদা ও সম্মান রয়েছে।এদিনে ওয়াহাবিবাদী কওমি তথা খারেজী মাদরাসা খোলা রাখা উচিত নয়।এতে আমাদের সরকারে ভাবমূর্তি নষ্ট করছে। সরজুল ভুইয়া আরো বলেন এধরনের বদ আকিদা মৌলবিদের কাছ থেকে ধর্মপ্রাণ মুসলমানগন দুরে থেকে ইমান আমল হিফাজত করুন।
Leave a Reply