রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বরগুনায় ডেঙ্গু সচেতনতায় ‘আশা’র ফ্রি মেডিকেল ক্যাম্প ও উপকরণ বিতরণ সাংবাদিক শাহনেওয়াজ এর আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় রিপোর্টার্স ক্লাব, চট্টগ্রাম জেলার কার্যকরী কমিটি গঠনে জরুরি সভা সম্পন্ন স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ ব্যবসায়ী শ্রেণিতে সম্মাননা পেলেন সগীর আহমেদ ৩ আগস্টের মধ্যে সরকার জুলাই ঘোষণাপত্র না দিলে এনসিপি নিজেই প্রণয়ন করবে ঝিনাইদহে পুলিশ হত্যায় চার জনের মৃত্যুদণ্ড ডেমরার আমুলিয়া মডেল টাউনের রাস্তার পাশে পড়েছিল যুবকের হাত-পা বাঁধা মরদেহ আলটিমেটাম আটকদের না ছাড়লে গণ-আত্মসমর্পণ চাকরিচ্যুত বিডিআর সদস্যরা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩ জনের রংপুরে পৃথক স্থানে চালককে ছুরিকাঘাত করে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই

ময়মনসিংহ-৩,আসনে এডভোকেট নিলুফার আনজুম পপি বিজয়ী

  • আপডেট সময় শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪, ১০.৪৯ পিএম
  • ১২৩ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিনিধিঃ-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনে ১ হাজার ৯২৫ ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে এমপি নির্বাচিত হয়েছেন আওয়ামিলীগ মনোনীত ( নৌকা) প্রতিকের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি।

তিনি এ আসনে মোট ৯২টি ভোট কেন্দ্রে ভোট পেয়েছেন ৫৪ হাজার ৪৯১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা পান ৫২ হাজার ৫৬৬ ভোট।

শনিবার (১৩ জানুয়ারি) ভালুকাপুর স্থগিত ভোট কেন্দ্রে সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয়েছে। এ কেন্দ্রে ভোট সংখ্যা ছিল ৩ হাজার ৩২ ভোটের মধ্যে কাস্টিং হয়েছে ১ হাজার ৬৭৬ ভোট। তার মধ্যে নৌকা প্রতীক পায় ১ হাজার ২৯৫ ভোট, ট্রাক প্রতীক পায় ৩৫৫ ভোট ও অন্য প্রার্থীরা পান ১১ ভোট। বাতিল হয়েছে ১৫ ভোট। বিষয়টি নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মুহম্মদ মোশারফ হোসেন।

এদিকে ভালুকাপুর ভোট কেন্দ্রে ভোট গণনা শেষে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এডভোকেট নিলুফার আনজুম পপিকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করেন এ আসনের রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

উল্লেখ্য, ৭ জানুয়ারি ময়মনসিংহ-৩ আসনে মোট ৯২টি ভোট কেন্দ্রের মধ্যে ৯১টি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। স্থানীয় নৌকার সমর্থকদের হামলা, ভাংচুর ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় ভালুকাপুর উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রটি স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন।

৯১ টি ভোট কেন্দ্রে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এডভোকেট নিলুফার আনজুম পপি (নৌকা) প্রতীকে পান ৫৩ হাজার ১৯৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ‘ট্রাক’ প্রতীকে ৫২ হাজার ২১১ ভোট। তাঁদের দু’জনের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভোটের ব্যবধান ছিল ৯৮৫ ভোট। এ আসনে অন্য সাতজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামানত হারিয়েছেন। ১৩ জানুয়ারি ভালুকাপুর স্থগিত ভোট কেন্দ্রে ভোট গ্রহনের পর এ আসনের চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এ নির্বাচনকে ঘিরে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে ভোট কেন্দ্রের আশপাশ ছিল ও নিরাপত্তা বেষ্টনীর চাদরে ঘেরা। নির্বাচন শুরু থেকে শেষ পর্যন্ত সুশৃঙ্খল পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com