সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন

“উন্নয়নের বৈষম্য দূর করতে চাই” – মহিউদ্দিন মহারাজ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ১১.১৪ এএম
  • ৬৭ বার পড়া হয়েছে

সৈয়দ বশির আহম্মেদ,পিরোজপুর প্রতিনিধিঃ-পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ বলেছেন, ” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন আমার নির্বাচনী এলাকার সকল স্থানে পৌছে দিতে চাই। বৈষম্য দূর করে জননেত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই”।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে কাউখালী উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমাকে নির্বাচিত করলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আপ্রাণ চেষ্ট করে যাবো। আমার দরজা আপনাদের জন্য সবসময় খোলা থাকবে ইনশাআল্লাহ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ সভাপতি মাহমুদ খান খোকন, যুগ্ন সাধারন সম্পাদক আমিনুর রশীদ মিল্টন, সাংগঠনিক সম্পাদক মামুন হোসাইন বাবলু জমাদ্দার, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, ইউপি চেয়ারম্যান লাইকুজ্জান মিন্টু, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অংগ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা, জনপ্রতিনিধি বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা গণ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ ইউনিয়নের সব শ্রেনী পেশার জনগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com