সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জবিয়ান জামালপুর ফোরাম কর্তৃক বার্ষিক বনভোজন গজনী অবকাশে অনুষ্ঠিত শিক্ষক শিক্ষিকার পাল্টাপাল্টি অভিযোগ,শিক্ষা কার্যক্রম ব্যহত! বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলার উদ্যোগে যোগদান অনুষ্ঠান ফরিদপুরের পূর্ব ট্পােখোলা হতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী আটক ভাঙ্গায় সুশাসন প্রতিষ্ঠা করতে হবে-ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা তুরাগ নদীর আশেপাশে মিছিল-সমাবেশ নিষিদ্ধ-ডিএমপি খুনিদের কোনো অবস্থায় ছাড় দেয়ার অবকাশ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিসরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা জুবায়ের ও সাদপন্থি সবাইকে ইজতেমার মাঠ ছাড়ার নির্দেশ সরকারের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ১ দিনে ৫ জনের মৃত্যু

“উৎসবে তিন নাটক”

  • আপডেট সময় সোমবার, ১৫ মে, ২০২৩, ১০.৩৯ পিএম
  • ১০০ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ পদাতিক নাট্য সংসদের সৈয়দ বদরুদ্দীন হোসাইন নাট্যোৎসবের চতুর্থ সন্ধ্যায় গতকাল সোমবার শিল্পকলা একাডেমির তিন মিলনায়তনে মঞ্চায়ন হয় তিনটি নাটক। এরমধ্যে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় ভারতের টেন্থ প্ল্যানেট থিয়েটার গ্রুপের নাটক ‘গ্যালিলিও, পরীক্ষণ থিয়েটার হলে ছিলো ঢাকার অনুস্বর প্রযোজিত নাটক ‘রায়মঙ্গল’ ও স্টুডিও থিয়েটারে মঞ্চায়ন হয় ভারতের চাকদাহ নাট্যজনের নাটক ‘জগাখিচুড়ি’।

সুমন মজুমদারের উপন্যাস রাইমঙ্গল অবলম্বনে ‘রায়মঙ্গল’ নাটকটির নাট্যরূপ ও নির্দেশনায় ছিলেন সাইফ সুমন।
কাল বদলায়, নানান চড়াই উতরাই পার করে জনপদ নির্মাণ হয়, হতে থাকে। প্রকৃতি-মাটি-শ্বাপদের সাথে কখনো লড়াই, কখনো প্রেম, এমন কত বৈচিত্র্যের ধারাহিকতায় মানুষ টিকে যায়। মানুুষের বেঁচে থাকার গল্প দীর্ঘ হয়ে যুগ-যুগান্তরে পৌঁছায়। প্রকৃতি নির্ভরতায় নির্মিত মৌয়ালি জনপদে ন্যায়-অন্যায়ের নির্বিশেষ জীবন সংগ্রাম আর লোভ-লালসায় অমানবিকতা যেন সমান্তরাল। প্রেম, ক্ষুধা, জীবিকার চিরন্তন সংগ্রামে দল-উপদলে হানাহানির পাশাপাশি অধুনা-ধর্ম-রাজনীতি ব্যবহার করে সংখ্যালঘু উৎপাটনের গল্প ‘রায়মঙ্গল’। স্থান-কালভেদে বর্তমান সমাজের প্রবৃত্তিরই যুগ-যুগান্তরের গল্প ‘রায়মঙ্গল’। নির্দেশক বলেন, একটা জনপদÑ তাদের জীবনাচার, সংখ্যালঘু সম্প্রদায়ের ক্রমশ তাড়িয়ে দেয়ার প্রক্রিয়া, চোরাকারবারির দৌড়াত্ব, মানুষের পূণ্য-লোভÑ এতসবকিছু নিয়েও টিকে থাকার প্রত্যয় আছে এখানে। নাটকরূপ শেষে শুরু করে দিই পাঠ-মহড়া। প্রত্যক্ষ অভিজ্ঞার জন্যে বেরিয়ে পড়ি সেই জনপদ ভ্রমণে। কিন্তু বিপত্তি ঘটে মহড়ায় ফিরে। এত এত চরিত্রÑ কিন্তু দলে তো এতো সক্রিয় সদস্য নাই। স্রোতের বিপরীতে নৌকা চালানো ছাড়া আর কিছুই করার ছিলো না। দর্শকরা একটি ভিন্নধর্মী নাটক দেখতে পাবে বলেই মনে করি।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-প্রশান্ত হালদার, সাকিল সিদ্ধার্থ, মাহফুজ সুমন, মাজেদুল মিঠু, নূরুজ্জামান সরকার, জয়ন্ত দাস জয়,ফরিদা লিমা, মেরিনা মিতু, পিয়ার মোহাম্মদ, দীপ্ত উদাস, আবির সায়েম,আরিফুর রহমান, কায়সার আহম্মেদ,যাজ্ঞোসীনি মৌ, মুত্মাইন্নাহ রীমা, এস আর সম্পদ, মোহাম্মদ বারী প্রমুখ।
সন্ধ্যায় নাটক মঞ্চায়নের আগে জাতীয় নাট্যশালার লবির উন্মুক্ত মঞ্চের নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানমালায় নাচ, গান, পথনাটক ও আবৃত্তি পরিবেশন করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।
১৮ মে বৃহস্পতিবার শেষ হবে সাতদিনের এই নাট্যোৎসব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com