মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে কুমারপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • আপডেট সময় সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৩.৫২ পিএম
  • ১১৩ বার পড়া হয়েছে

 

গীতি গমন চন্দ্র রায় গীতি,
স্টাফ রিপোর্টারঃ
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাধীন ভূল্লী থানার অন্তর্গত কুমারপুর উচ্চ বিদ্যালয়ে রবিবার ১৯শে মার্চ-২০২৩ বিকালে প্রতি বছরের ন্যায় এবারও বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

উক্ত অনুষ্ঠানে কুমারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃঅরুণাংশু দত্ত টিটো।গেষ্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন,ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভূল্লী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য রওশনুল হক তুষার, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান,বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলি ভুট্টাে চৌধুরী,বালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর এ আলম সিদ্দিকী মুক্তি, কুমারপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনোরঞ্জন বর্মন,সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য আনারুল হক সরকার,জেলা যুবলীগের উপ দপ্তর সম্পাদক এস এস শাওন চৌধুরী,জেলা কৃষকলীগের সংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু প্রমুখ।

সে সময় উক্ত অনুষ্ঠানে খেলায় অংশ গ্রহনকারী প্রতিযোগিতায় ১ম,২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের নিকট পুরস্কার বিতরণ করেন।উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দেখতে অসংখ্য জনতা উপস্থিত ছিলেন।এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অরুণাংশু দত্ত টিটো বলেন,এ স্কুল টি অনেক ভালো অবস্থানে রয়েছে,রেজাল্ট ভালো হচ্ছে,বিভিন্ন শিক্ষার্থী ভালো ভালো যায়গায় চান্স পেয়েছে এবং উন্নয়নের ক্ষেত্রে আমি সার্বিক সহযোগিতা করবো।এ স্কুল টি যেনো ঠাকুরগাঁও জেলার মধ্যে সুনামের সহিত গড়ে উঠতে পারে,ভালো অবস্থান তৈরী করতে পারে,ভবিষ্যতে তাদের শুভকামনা করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com