ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জে র্যাবের গাড়িতে ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ আট ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে মুন্সীগঞ্জের গজারিয়া থানার চর বাউসিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার (১৭ মার্চ) দুপুরে র্যাব-১১’র সিপিসি -১ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১১ উপ-পরিচালক এ কে এম মনিরুল আলম।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে র্যাব-১১’র একটি আভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাদা পোশাকে দুটি দলে বিভক্ত হয়ে টহল কার্যক্রম পরিচালনা করতে থাকে। একটি দল মুন্সীগঞ্জের গজারিয়া থানার চর বাউসিয়া এলাকায় যানজটে পড়ে।
এসময় সাধারণ যাত্রীবাহী গাড়ি মনে করে ১০-১২ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে র্যাবের গাড়ি ঘেরাও করে। র্যাব সদস্যরা গাড়ি থেকে নেমে ধাওয়া দিয়ে ডাকাত দলের মূলহোতাসহ আটজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও কুমিল্লা জেলার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দল। গত দুই বছরে তারা এই মহাসড়কে প্রায় ৫০টির বেশি ডাকাতি করেছে।
– একাত্তর
Leave a Reply