বান্দরবান থেকে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রশিক্ষণ কমান্ডার দিদার হোসেনসহ ৯ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এসময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। বান্দরবানে সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মইন এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন আল আমিন সর্দার, সাইনুন রায়হান তাহিয়াত চৌধুরী পাভেল, লোকমান মিয়া, ইমরান হোসেন, আমির হোসেন, আরিফুর রহমান ও শামিম মিয়া।
র্যাব জানায়, উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে স্বেচ্ছায় হিজরতের নামে জঙ্গিবাদে জড়িয়ে পাহাড়ি এলাকার আস্তানায় আশ্রয় নেয় তারা। এসব আস্তানায় ভারি অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেয় পাহাড়ী সন্ত্রাসী দল।
বিভিন্ন সময় অভিযান চালিয়ে এ পর্যন্ত জঙ্গি সংগঠনের ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানায় র্যাব।
Leave a Reply