রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা শিশু হাসপাতালে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে গণহত্যা দিবস পালিত পতেঙ্গা নবারুন ক্লাবের ৩য় বারের মত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা পথযাত্রী রোজদার ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ মানবতার দেয়াল রাজধানীর চকবাজার থেকে ১০০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৫৯ জন গ্রেফতার নওগাঁই প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরন  .    নওগাঁয় যথাযােগ্য মর্যাদায় পালিত হচ্ছে ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস,, মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

লাইলাতুম মুবারাকাহ বা ‘লাইলাতুল বরাত’ কি নামে পরিচিত……

  • আপডেট সময় বুধবার, ১ মার্চ, ২০২৩, ১২.৪১ এএম
  • ৩৬ বার পড়া হয়েছে
হযরত মাওলানা মুহম্মদ আবুল বাশারঃসকল প্রশংসা মহান আল্লাহ পাক উনার জন্য।নূরে মুজাসসাম রাসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দরুদ শরীফ ও সালাম।  মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার পবিত্র সূরা ‘আদ দুখান’ শরীফ উনার ৩, ৪ নম্বর পবিত্র আয়াত শরীফে ‘শবে বরাত’কে ‘লাইলাতিম মুবারকাতিন’(বরকতপূর্ণ রাত) হিসেবে উল্লেখ করে ইরশাদ মুবারক করেন- অর্থঃ“নিশ্চয়ই আমি উহা (পবিত্র কুরআন শরীফ) এক বরকতপূর্ণ রাত্রিতে নাযিল করেছি। অর্থাৎ নাযিল করার সিদ্ধান্ত নিয়েছি। নিশ্চয়ই আমি সতর্ককারী,ওই পবিত্র রাত্রিতে সমস্ত হিকমত পূর্ণ কাজ সমূহের বণ্টন করা হয় তথা বণ্টনের ফায়ছালা করা হয়।”
এই পবিত্র রাত্রির আরো অনেক সম্মানিত বরকতময় নাম রয়েছে। যেমন-
(১) লাইলাতুন নিছফি মিন শা’বান অর্থাৎ অর্ধ শা’বানের রজনী।
(২) লাইলাতুল ক্বিসমাহ অর্থাৎ ভাগ্য রজনী বা ভাগ্য বণ্টনের রাত্রি।(৩) লাইলাতুত তাকফীর অর্থাৎ গুনাহখতা ক্ষমা বা কাফফারার রাত্রি।(৪) ‘লাইলাতুল ইজাবাহ’ অর্থাৎ দোয়া কবুলের রাত্রি।(৫) লাইলাতুল হায়াহ অর্থাৎ হায়াত বা আয়ু বৃদ্ধির রাত্রি।
(৬) লাইলাতু ঈদিল মালাইকাহ অর্থাৎ হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের ঈদের রাত্রি।(৭) লাইলাতুল বারাআহ অর্থাৎ মুক্তির রাত্রি বা নাযাত বা সৌভাগ্যলাভের রাত্রি ।
(৮) লাইলাতুত তাজবীয অর্থাৎ বিধান সাব্যস্ত করার রাত্রি।
(৯) লাইলাতুল ফায়ছলাহ অর্থাৎ সিদ্ধান্ত নেয়ার রাত্রি।
(১০) লাইলাতুছ ছক্ক অর্থাৎ ক্ষমা স্বীকৃতি দানের রাত্রি।
(১১) লাইলাতুল জায়িযাহ অর্থাৎ মহা পুরস্কারের রাত্রি।
(১২) লাইলাতুর রুজহান অর্থাৎ পরিপূর্ণ প্রতিদানের রাত্রি।
(১৩) লাইলাতুত তা’যীম অর্থাৎ সম্মান হাছিলের রাত্রি।
(১৪) লাইলাতুত তাক্বদীর অর্থাৎ তক্বদীর নির্ধারণের রাত্রি বা ভাগ্য নির্ধারণের রাত্রি।(১৫) লাইলাতুল গুফরান অর্থাৎ ক্ষমা প্রাপ্তির রাত্রি।(১৬) লাইলাতুল ইতক্বি মিনান্ নার অর্থাৎ জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাওয়ার রাত্রি।(১৭) লাইলাতুল আফউয়ি অর্থাৎ অতিশয় ক্ষমা লাভের রাত্রি।(১৮) লাইলাতুল কারাম অর্থাৎ অনুগ্রহ হাছিলের রাত্রি।
(১৯) লাইলাতুত তাওবাহ অর্থাৎ তওবা কবুলের রাত্রি।
(২০) লাইলাতুন নাদাম অর্থাৎ কৃত গুনাহ স্মরণে লজ্জিত হওয়ার রাত্রি।(২১) লাইলাতুয্ যির্ক অর্থাৎ যিকির আযকার করার রাত্রি।
(২২) লাইলাতুছ ছলাহ অর্থাৎ নামায আদায়ের রাত্রি।
(২৩) লাইলাতুছ ছদাক্বাহ অর্থাৎ দানের রাত্রি।(২৪) লাইলাতুল খইরাত অর্থাৎ নেক কাজ সম্পাদনের রাত্রি।(২৫) লাইলাতু ইনযালির রহমাহ অর্থাৎ রহমত নাযিলের রাত্রি।(২৬) লাইলাতু ছলাতিউঁ ওয়া সালামিন আলা সাইয়্যিদিল মুরসালীনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ সাইয়্যিদুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক বরকতময় শানে ছলাত ও সালাম মুবারক পাঠের রাত্রি।এছাড়াও ‘পবিত্র লাইলাতুল বরাত’ উনার আরো অনেক নাম মুবারক বা বরকতময় নাম রয়েছে। (সুবহানাল্লাহ) মহান আল্লাহ পাক আমাদেরকে যামানার ইমাম ও মুযতাহিদ রাজারবাগ শরীফের হযরত মুজাদ্দিদে আযম মুরশিদ কিবলা আলাইহিস সালাম উনার উসিলায় সম্মানিত শবে বরাতের আমল করার তাওফিক দান করুন। সূত্রঃ (আল বাইয়্যিনাত,আল ইহসান) (আমীন)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com