দিলীপ নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ :ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার সকালে উপজেলা যুবদলের নেতা কর্মীদের আয়োজনে তারাকান্দা বাসট্র্যান্ড এলাকায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কেক কাটা হয়।
এ সময় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক এ এফ এম ওয়াহিদুজ্জামান’র সভাপতিত্ত্বে উপজেলা যুবদলের নেতা মোজ্জাম্মেল হক মন্ডল ‘র পারিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি ময়মনসিংহ ২ ফুলপুর-তারাকান্দা বাংলাদেশ জাতীয়বাদী দল কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, বিএনপি সভাপতি মোজ্জামেল হক মানিক তালরকদার, সাধারণ সম্পাদক কাজী আব্দুল বাতেনসহ বিএনপি যুবদল ছাত্রদল সকল অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply