এ আর আহমেদ হোসাইন
(দেবীদ্বার- কুমিল্লা) প্রতিনিধি//
“ঘরের স্কুল, ঘরে পড়ি
নিরাপদ থেকে, পড়া শিখি।”
ওই শ্লোগানকে সামনে রেখে দেবীদ্বার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের মাঝে প্রতিদিন পাঠদান বিতরন করে যাচ্ছেন ওই স্কুল এন্ড কলেজ’র শিক্ষকরা।
মোঠোফোনে জানতে চাইলে
স্কুল এন্ড কলেজ’র চেয়ারম্যান ডাঃ মানসুরুল হক,
বলেন -নিজস্ব অর্থায়নে সরকারী বিধি বিধান মেনে স্কুল এন্ড কলেজ’র শিক্ষার মান ধরে রাখতে গুরুত্বের সাথে অনলাইন ফেইসবুক লাইভ, জুম ইমু ও মেসেঞ্জার ভিত্তিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি এতে ছাত্র- ছাত্রী ও তাদের অভিভাবকগন জানিয়েছেন পূর্বের ন্যায় বর্তমান সময়ে শিক্ষা ক্ষেত্রে উপকার হবে বলে তিনি জানান।
পরিচালক নির্বাহী (শিক্ষা) মোহাম্মদ আলী মোল্লা বলেন –
শিক্ষা ব্যাবস্থায় করোনা যেমন টা ক্ষতি করেছে তেমনি নতুন পদ্ধতিতে মানুষকে শিক্ষার উন্নয়নে এগিয়ে
যাওয়ার উৎসাহ যোগিয়েছে।
চালু হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদ টিভির পর্দায় অনলাইন বিষয় ভিত্তিক পাঠদানের ব্যাবস্থা।
নোবেল করোনায় সারা বিশ্ব যখন মৃত্যুর মিছিলে হাহাকার তেমনি স্থবির হয়ে পড়েছে সকল শিক্ষা ব্যাবস্থা, বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু থেমেনি দেবীদ্বার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ’র, ৭০০শ ছাত্র ও ছাত্রীর মাঝে পাঠদানের ব্যাবস্থা কমেনি আমাদের পরিচালনা পর্ষদ’র চিন্তা শক্তি।
ওই স্কুল এন্ড কলেজ’র নবাগত অধ্যক্ষ মোঃ ইয়াকুব আলী জানান প্রতি বছরই আমরা শতভাগ পাশ ও জিপিএ- ৫ পেয়ে উপজেলার শীর্ষ স্থান অধিকার করে আসছি।
আমরা চাই বর্তমান সময়ে করোনার পেক্ষাপটে নতুন পদ্ধতিতে স্কুল এন্ড কলেজ’র প্রতিটি শিক্ষার্থীদের মাঝে পাঠ্য প্রস্তুকের অধ্যায় ভিত্তিক পাঠদান পৌঁছে দিয়ে শিক্ষা ব্যাবস্থায় স্থবিরতা কাটিয় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাই অনলাইন ভিত্তিক চেষ্টা চালিয়ে যাচ্ছি।
স্কুল এন্ড কলেজ’র ষষ্ঠ শ্রেনীর ছাত্র মোঃ সিহাব মাহমুদ ও তার অভিবাক জানান স্কুল কতৃক পক্ষ অনলাইনে থেকে আমরা নিয়মিত পাঠদান পাচ্ছি তবে শত ভাগ ফলপ্রসূ না হলেও ৭০ % সময়ের উপযোগি উপকার হচ্ছে।
জেলার ২০ টি শীর্ষ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পিছিয়ে নেই দেবীদ্বার অক্সফোর্ড, ২০১৪ সালে উপজেলার শীর্ষস্থান ফলা-ফল অর্জন করায় বাংলাদেশ শিক্ষামন্রনালয় নগদ ১ লক্ষ টাকা সম্মানী অর্জন করেন। ২০০১ সালে প্রতিষ্ঠিত ওই স্কুল এন্ড কলেজ। এর ছাত্র-ছাত্রী যে দেশের মানব সেবায় উচ্চ আসনে অধিষ্ঠিত হয় এমনটি পত্যাশা করেন দেবীদ্বার অক্সফোর্ড পরিবার।
Leave a Reply