শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রায়পুরে মাদক কারবারি ‘এলএনজি শিমুল’ গ্রেফতার  নিউইয়র্ক সিটির হাডসন নদীতে পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাটিচাপা অবস্থায় শিশুসহ ৩ জনের বস্তাবন্দী খণ্ডিত মরদেহ উদ্ধার লিবিয়া থেকে ১৬৭ বাংলাদেশি দেশে ফিরেছেন বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ নামে নববর্ষের শোভাযাত্রা হবে মডেল মেঘনা আলমকে ৩০ দিনের জন্য কারাগারে পাঠিয়েছেন আদালত। রাজধানীর আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত চাঁদপুর মুন্সিরহাট বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ১৭ ব্যবসা প্রতিষ্ঠান, আহত ১০ এসএসসি ও সমমানের পরীক্ষা ১৪ হাজার ৭৩৮ পরীক্ষার্থী অনুপস্থিত রাজধানীজুড়ে ঝোড়ো হাওয়াসহ স্বস্তির বৃষ্টি

কুমিল্লায় মাছ ধরা নিয়ে দুটি পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা

  • আপডেট সময় সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৭.১২ পিএম
  • ৫ বার পড়া হয়েছে

কুমিল্লায় মাছ ধরা নিয়ে দুটি পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়েছেন চার জন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিতে আহতরা হলেন- উত্তর হরিপুর গ্রামের লনি মিয়ার ছেলে মো. ইসমাইল হোসেন (৪০), তার ছোট ভাই ইব্রাহিম হোসেন (৩৫), ওলানপাড়া গ্রামের সেলিম সরকারের ছেলে মো. ইয়াসিন মিয়া (২৬) এবং লাকসাম উপজেলার আব্বাস উদ্দিনের ছেলে মোরশেদ মিয়া (৫০)।

আটকরা হলেন- ইয়াসিন মিয়া, নাঈম হোসেন ও ফরহাদ হোসেন।

প্রত্যক্ষদর্শীর জানান, দুপুরে মাছের প্রজেক্টে পারভেজ গ্রুপের লোকজন মাছ ধরতে গেলে ইসমাইল তার লোকজন বাধা দেয়। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের চার জন গুলিবিদ্ধ হন। তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. জুনায়েদ চৌধুরী বলেন, ওলান পাড়া ও উত্তর হরিপুর মৎস্যচাষ প্রজেক্টে মাছ ধরাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটছে। ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তিন জনকে আটক করেছি। আটকদের মধ্যে ইয়াসিন পুলিশ হেফাজতে চিকিৎসাধীন। গোলাগুলির সঙ্গে জড়িতদের তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com