করোনা ভাইরাসটি খুবই দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রে । করোনা মোকাবেলায় ফ্রন্ট লাইন স্বাস্থ্যসেবা কর্মীদের পাশাপাশি আমাদের সবার একটা দায়িত্ব রয়েছে – সেটা হচ্ছে – ঘরে থাকা এবং সরকার ও বিশেষজ্ঞ প্রদত্ত সকল নিয়মাবলী মেনে চলা। আমরা সবাই মিলে যদি করোনা প্রতিরোধে একসাথে অংশ নেই – তাহলে আমরা করবো জয়।একাত্তর ফাউন্ডেশন DMV Tri-State এরিয়াতে ( মেরিলেন্ড , ভার্জিনিয়া ,ওয়াশিংটন) বাংলাদেশীদের জন্য কিছু PPE ( পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপেমন্ট) হ্যান্ড গ্লাভস ও মাস্ক বিতরনের উদ্যােগ নিয়েছে যা এই মুহূর্তে, করোনা ভাইরাস সংক্রমন এর হাত থেকে রক্ষা করবে । সবাই ঘরে থাকুন , সুস্থ্য থাকুন । একাত্তর ফাউন্ডেশন আপনাদের পাশে,থাকবো ইনশাল্লাহ ।
করোনাভাইরাসের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। মানুষ পড়েছে মহাসঙ্কটে।চাকরি নেই, ঘরে খাবার নেই তার ওপর কেউ কেউ লড়াই করে চলেছেন শরীরে বাসা বাধা এই ভয়ংকর ভাইরাসের সঙ্গে। একাত্তর ফাউন্ডেশন এই মহাবিপদে মানুষের সাহায্য করছে। গত কয়েক বছর ধরে একাত্তর ফাউন্ডেশন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে নানা ধরনের কার্যক্রম চালিয়ে আসছে।
Leave a Reply